সিডনির মাঠে থাকছেন ৫০ শতাংশ দর্শক
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্করোহিত শর্মা নেই। পিঠের ব্যথায় অনিশ্চিত নবদীপ সাইনি। টেস্ট সিরিজের আগে জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামিকে খেলাতে অনীহা টিম ম্যানেজমেন্টের। হার্দিক পাণ্ড্যর বোলিং করার মতো ফিটনেস রয়েছে কিনা বোঝা যাচ্ছে না। কারণ, আইপিএলে একটিও বল করেননি বরোদার অলরাউন্ডার। সবমিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের আগে রীতিমতো ব্যাকফুটে টিম ইন্ডিয়া। তার উপর সিডনি ক্রিকেট গ্রাউন্ডের জুজু। যে মাঠে ১৬ টি ম্যাচ খেলে ১৪ টিতেই হার হজম করতে হয়েছে ভারতকে। তবে বিরাট কোহলি ভরসা হারাচ্ছেন না। বলছেন, “নতুনদের দলে সুযোগ দিতে চাই। অস্ট্রেলিয়ার মতো সফরে নিজেদের পরখ করে নিতে পারবে ওরা।“ টিম ইন্ডিয়ার অধিনায়কের ইঙ্গিত কি টি নটরাজনের দিকে? ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা তেমনই। সাইনির চোটের জন্য কভার হিসাবে একদিনের দলে নেওয়া হয়েছে নটরাজনকে। তাও ম্যাচের মাত্র ১২ ঘণ্টা আগে।
এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করবেন মায়াঙ্ক আগরওয়াল। তিনে বিরাট। চারে শ্রেয়স আইয়ার। পাঁচ নম্বরে কে এল রাহুল। ছ’নম্বরে হার্দিককে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসাবে খেলানোর চিন্তাভাবনা চলছে। সাতে স্পিনিং অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাদেজা। সাইনি খেলতে না পারলে তাঁর জায়গায় খেলবেন নটরাজন অথবা শার্দুল ঠাকুর। টিম ম্যানেজমেন্টের একাংশ চাইছে শার্দুলকে খেলাতে। কারণ, আট নম্বরে নেমে কিছু কার্যকরী রান করে দিতে পারেন তিনি। সেক্ষেত্রে শামি এবং বুমরা দু’জনকেই দেখা যাবে প্রথম একাদশে। কিন্তু তাঁদের মধ্যে একজন খেললে নটরাজন এবং শার্দুল দু’জনই দলে ঢুকতে পারেন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসাবে পাল্লা ঝুঁকে যুজবেন্দ্র চাহলের দিকে।
অস্ট্রেলিয়ার শেষ একদিনের সিরিজে খেলতে পারেননি স্টিভ স্মিথ। কিন্তু শুক্রবারের ম্যাচে তিনি দলে ফিরছেন। ওপেনিং-এ অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গী হবেন ডেভিড ওয়ার্নার। এরপর স্মিথ, মার্নাস লাবুশেন এবং মার্কাস স্টয়নিস। তবে ছয় এবং সাত নম্বর জায়গা নিয়ে কিছুটা চিন্তায় অস্ট্রেলিয়া। নেপথ্যে গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যালেক্স কেরির ফর্ম। তবে অজিদের ভরসা যোগাচ্ছে তাদের পেস আক্রমণ। যেখানে থাকছেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড এবং মিচেল স্টার্ক। সঙ্গে অ্যাডাম জাম্পার লেগস্পিন।
তবে সিরিজকে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে সিডনির মাঠে দর্শকদের উপস্থিতি। মোট আসনসংখ্যার ৫০ শতাংশ স্টেডিয়ামে ঢুকতে পারবেন। করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার।
১৯৯২-এর জার্সিতে সেই বিশ্বকাপের ভূত ফিরে আসে নাকি টিম কোহলি নতুন ইতিহাস তৈরি করে সেটাই এখন দেখার।