• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ব্যর্থ পাণ্ডিয়া-ধাওয়ানের লড়াই, প্রথম ম্যাচে হার ভারতের

ব্যর্থ বিরাট কোহলি।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

 

করোনার পরে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট। প্রথম ম্যাচেই ব্যর্থ হল বিরাট কোহলির দল। স্মিথ-ফিঞ্চের জোড়া শতরানের দাপটে প্রথম একদিনের ম্যাচে ভারতকে ৬৬ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া।

সিডনিতে প্রথম একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চ (১১৪) ও স্টিভ স্মিথ (১০৫)) শতরান করেন। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলের ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান তোলে অজিরা। ওয়ার্নার ৬৯ রান করেন। ভারতের হয়ে মহম্মদ শামি ৩ উইকেট নেন।৩৭৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। মায়াঙ্ক আগরওয়াল (২২), বিরাট কোহলি (২১), শ্রেয়স আইয়ার (২) দ্রুত ফিরে যান পর পর। তিনজনকেই আউট করেন হ্যাজেলউড। মাত্র ১২ রান করেন রাহুল। এরপর হার্দিক পাণ্ডিয়া এবং শিখর ধাওয়ান জুটি ভারতের রানকে এগিয়ে নিয়ে যান। যদিও কাজে আসেনি হার্দিক পাণ্ডিয়া (৯০)-শিখর ধাওয়ানের (৭৪) লড়াই। শেষ পর্যন্ত ভারত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান তোলে। ৬৬ রানে হারে ভারত। এদিন স্টেডিয়ামে দর্শক বসার অনুমতি ছিল। কোভিড বিধি মেনে ৫০ শতাংশ দর্শক ছিল সিডনিতে।

 

     

বিজ্ঞাপন

Goto Top