সিরিজ হাতছাড়া বিরাটদের।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কসত্যিই ছন্দ খুঁজে পাচ্ছে না বিরাট কোহলির দল!মরণ-বাঁচন ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গেল ভারতীয় দল।শুধু ম্যাচই হারল না বিরাটরা, সিডনিতে দ্বিতীয় একদিনের ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করল তারা। দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫১ রানে হেরে গেল টিম ইন্ডিয়া।
প্রথম একদিনের ম্যাচের মতো এদিনও প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৩৮৯ রানের পাহাড় তোলে অজিরা।১০৪ রান করেন স্মিথ। ওয়ার্নার( ৮৩ ) এবং ফিঞ্চ (৬০) ভালো ব্যাটিং করেন। ২৯ বলে ৬৩ রানের মারকাটারি ইনিংস উপহার দেন গ্লেন ম্যাক্সওয়েল। এই বিশাল স্কোরের জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক বিরাট কোহলি ও লোকেশ রাহুল ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যান অজি বোলারদের মোকাবিলা করতে পারেননি।পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ান এবং ময়াঙ্ক আগারওয়ালের উইকেট হারায় ভারত। ৩০ রান করেন ধাওয়ান। ময়াঙ্ক আগারওয়াল করেন ২৮ রান। ৮৯ রান করে আউট হন অধিনায়ক বিরাট কোহলি। লোকেশ রাহুল আউট হন ৭৬ রানে। হার্দিক পান্ডিয়া ২৮, রবীন্দ্র জাদেজা ২৪ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৮ রান তোলে ভারত। বুধবার ওভালে সিরিজের নিয়মরক্ষার ম্যাচ খেলবেন কোহলিরা।