ছ’টা রাজ্যে দুঃস্থ শিশুদের চিকিৎসায় সাহায্য করবেন।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কমাস্টার ব্লাস্টারের অনন্য উদ্যোগ। ভারতের ছ’টা রাজ্যের ১০০ দুঃস্থ শিশুদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সচিন তেন্ডুলকর।মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, অসম, কর্ণাটক, তামিলনাডু এবং অন্ধপ্রদেশের দুঃস্থ শিশুদের চিকিৎসায় সাহায্য করবেন তিনি।সচিনের চ্যারিটি ফাউন্ডেশন 'একরাম' এই বিশেষ উদ্যোগ নিয়েছে। এই সংস্থার মাধ্যমেই সাহায্য করবেন মাস্টার ব্লাস্টার। উল্লেখ্য, চলতি বছর শিশুদিবসে শিশুদিবসে অসমের করিমগঞ্জ জেলার মাকুন্দায় একটি হাসপাতালের মেডিকেল সরঞ্জাম দান করেন সচিন।তার জন্য এই হাসপাতালের ২০০০ দরিদ্র শিশু চিকিৎসা পাবে।