দলে একগুচ্ছ পরিবর্তনের সম্ভাবনা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কটানা পাঁচ ম্যাচে হার। সিরিজ আগেই হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার। এবার লক্ষ্য হারের হ্যাটট্রিক আটকানো। ২০১৬-এর সফরে শেষ ম্যাচে জয়ের ফলে কিছুটা সম্মান পুনরুদ্ধার করা গিয়েছিল। কিন্তু এবার দল যে ফর্মে রয়েছে তাতে একদিনের সিরিজের শেষ ম্যাচের আগে টিম ইন্ডিয়ার জঙ্গি সমর্থকরাও দলের হয়ে বাজি ধরতে ভরসা পাচ্ছেন না।
বিরাট কোহলি অ্যান্ড কোং-কে প্রথম দু’ম্যাচে কোণঠাসা করে যিনি শতরান করেছেন সেই স্টিভ স্মিথ সিরিজের শেষ ম্যাচেও বেগ দিতে পারেন ভারতকে। তাঁর শতরানের হ্যাটট্রিক আটকানোর পথে মূল কাঁটা ক্যানবেরার পিচ। গোটা অস্ট্রেলিয়ার মধ্যে মানুকা ওভালের ২২ গজ ব্যাটসম্যানদের প্রতি সবচেয়ে দরাজ। সিডনির মতোই ক্যানবেরাতেও জয়ের মন্ত্র, প্রথমে ব্যাট কর। বড় রান তোল। জেতার পথ মসৃণ করে নাও।
শুধু স্মিথেই শেষ হচ্ছে না কোহলিদের মাথাব্যথা। অধিনায়ক ফিঞ্চ শুরুতেই দলকে প্রয়োজনীয় নির্ভরতা যোগাচ্ছেন। আর শেষদিকে মারকাটারি ব্যাটিং-এ রীতিমতো স্ট্রোকের আতসবাজি ছোটাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। বুধবার ক্যানবেরাতেও একই ছবি দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। টিম ইন্ডিয়ার পক্ষে একটাই ইতিবাচক দিক, চোটের জন্য সিরিজের শেষ ম্যাচে খেলছেন না ডেভিড ওয়ার্নার। তাঁর বদলে ওপেনিং-এ ডার্সি শর্ট বা ম্যাথু ওয়েডকে খেলাতে পারে অজি টিম ম্যানেজমেন্ট। বিকল্প হিসাবে ওপেনিং-এ তুলে আনা হতে পারে মার্নাস লাবুশেনকে। সেক্ষেত্রে আন্তর্জাতিক অভিষেক ঘটার সম্ভাবনা ক্যামেরন গ্রিনের। বিশ্রাম দেওয়া হতে পারে প্যাট কামিন্সকে। তাঁর জায়গায় দলে আসতে পারেন শন অ্যাবট। সেই অ্যাবট, যাঁর বলে মাথায় চোট পাওয়ার পর আর চোখ খুলতে পারেননি ফিল হিউজ।
বিরাট বা রবি শাস্ত্রী অবশ্য সিরিজের শেষ ম্যাচের ফল নিয়ে ভাবছেন না। বরং আপাত গুরুত্বহীন ম্যাচে দলে একগুচ্ছ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। টি-২০ সিরিজের আগে বিশ্রাম পেতে পারেন শিখর ধাওয়ান। তাঁর জায়গায় খেলতে পারেন শুভমান গিল। চার নম্বরে শ্রেয়স আইয়ারের জায়গায় আসতে পারেন মণীশ পাণ্ডে বা সঞ্জু স্যামসন। নবদীপ সাইনির জায়গায় আসতে পারেন শার্দুল ঠাকুর। মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরার মধ্যে যে কোনও একজন খেলার সম্ভাবনা। সেক্ষেত্রে আন্তর্জাতিক অভিষেক হতে পারে টি নটরাজনের। গত দু’ম্যাচে ডাহা ফেল যুজবেন্দ্র চাহল। তাঁর পরিবর্তে খেলানো হতে পারে কুলদীপ যাদবকে।
ছবিঃ বিসিসিআই-এর টুইটার হ্যান্ডলের সৌজন্যে