• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

প্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য বিমা সিএবি-র

সংবর্ধনা দেওয়া হল ৩০ জন প্রতিবন্ধী ক্রিকেটারকে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বৃহস্পতিবার বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করল সিএবি। অনুষ্ঠান উপলক্ষ্যে সংবর্ধনা দেওয়া হল ৩০ জন ক্রিকেটারকে। যার মধ্যে রয়েছেন শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টিহীন ও বধির ক্রিকেটাররা। এদিন ইডেনের ঘণ্টা বাজিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী এবং বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা।

অনুষ্ঠানে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, “প্রতিবন্ধী মানুষরাও যে সমাজেরই অংশ সে সম্পর্কে মানুষের মনে সচেতনতা তৈরি করাই লক্ষ্য। তাই প্রতিবন্ধী ক্রিকেটারদেরও আমাদের কর্মসূচির অংশ করে তুলতে চেয়েছি। তাই সিএবি-র তরফ থেকে ৩০ জন প্রতিবন্ধী ক্রিকেটারকে সংবর্ধনা দিয়েছি আমরা। সঙ্গে এক বছরের বিমাও দেওয়া হয়েছে তাঁদের।“

প্রতিবন্ধী ক্রিকেটার কমিটির চেয়ারম্যান গৌর মোহন ঘোষ বলেন, “প্রতিবন্ধী ক্রিকেটাররাও বাংলা ক্রিকেটের অবিচ্ছেদ্য অঙ্গ। এই সম্মান তাঁদের ভবিষ্যতে আরও ভালো পারফর্ম করতে উদ্বুদ্ধ করবে।“

     

বিজ্ঞাপন

Goto Top