• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জঃ কাস্টমসকে হারাল ইস্টবেঙ্গল

রমেশের চার উইকেট, কালীঘাটকে হারিয়ে চমক দিল তপন মেমোরিয়াল

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

পুঁজি মাত্র ১১৮। তা সত্বেও কাস্টমসকে ৪১ রানে হারাল ইস্টবেঙ্গল। বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের ম্যাচে ১১৯ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৭ রানেই গুটিয়ে গেল কাস্টমস। যার নেপথ্যে রয়েছে ইস্টবেঙ্গলের স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্স। যাঁরা এদিন কাস্টমসের সাত ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন। ১৩ রানে তিন উইকেট নেন সুজিত কুমার যাদব। দু’টি করে উইকেট নেন অর্ণব নন্দী ও আকাশ পাণ্ডে। ইস্টবেঙ্গলের পক্ষে সর্বোচ্চ ২০ রান শ্রীবৎস গোস্বামীর। কাস্টমসের ৭৭ রানের মধ্যে ৩৩ রান এসেছে প্রসেনজিৎ দাসের ব্যাট থেকে।

দিনের অন্য ম্যাচে কালীঘাটকে দু’উইকেটে হারিয়ে অঘটন ঘটাল তপন মেমোরিয়াল। প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ১০৮ রান অল আউট হয়ে গিয়েছিল কালীঘাট। ১০ রানে চার উইকেট নিয়ে কালীঘাট ব্যাটিংকে একাই ভেঙে দেন রমেশ প্রসাদ। এই নিয়ে চলতি প্রতিযোগিতায় তৃতীয়বার চার উইকেট পেলেন তিনি। পাল্টা দিয়েছিলেন আমির গনিও (৪/১৯)। তাঁর দাপটেই একসময় ৮৪/৮ হয়ে গিয়েছিল তপন মেমোরিয়ালের স্কোর। কিন্তু প্রয়াস রায় বর্মন ১৯ বলে ২৫ রান করে এক বল বাকি থাকতেই জয় এনে দেন দলকে।  

     

বিজ্ঞাপন

Goto Top