দেশে ফিরছেন জাদেজা, বদলি শার্দূল; অজিদের ১১ রানে হারাল ভারত
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কমাথায় বল লেগেছিল। কিন্তু সেই চোটের জেরে মাঠে আসেননি কোনও ফিজিও বা চিকিৎসক। বরং সেই চোটের পরেও চালিয়ে খেলছিলেন। আর তখনই ফের চোট। এবার হ্যামস্ট্রিং-এ। যাবতীয় চোট সামলেই ২৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে গেলেন রবীন্দ্র জাদেজা। আর সে ইনিংসে ভর করেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ১১ রানে জয় পেল ভারত। প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৬১ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে সাত উইকেটে ১৫০-এই থেমে যায় অজিদের ইনিংস।
তবে জয়ের মধ্যেও তাড়া করছে বিতর্ক। নেপথ্যে জাদেজার পরিবর্ত। ক্রিকেটের পরিভাষায় যাকে বলে ‘কনকাশন সাবস্টিটিউট’। সাধারণত, কোনও ক্রিকেটার মাথায় চোট পেয়ে অস্বস্তি অনুভব করলে এই নিয়ম কাজে লাগিয়ে তাঁর বদলি ক্রিকেটার নেওয়া যায়। আর সেখানেই বিতর্ক। অজি শিবিরের অন্দরমহলের মত, জাদেজা যখন চোট পেলেন তখন তো মাঠে চিকিৎসকই আসেননি। উল্টে, তার পরেও মারকাটারি ব্যাট করে গেলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। তাঁর ব্যাটিং দেখে মনেই হয়নি যে মাথায় বল লাগার জেরে কোনও অস্বস্তি অনুভব করছেন। অথচ, ‘কনকাশন সাবস্টিটিউট’-এর নিয়মকে কাজে লাগিয়ে জাদেজার বদলি হিসাবে ম্যাচের দ্বিতীয়ার্ধে যুজবেন্দ্র চাহলকে নামিয়ে দিলেন কোহলিরা। ২৫ রানে তিন উইকেট নিয়ে যিনি ম্যাচের রঙ অনেকটাই বদলে দিলেন।
অ্যারন ফিঞ্চরা অবশ্য এই নিয়ে কোনও সরকারি বিবৃতি দেননি। তবে অজি শিবিরের অন্দরমহলের মত, মানুকা ওভালের পিচে চাহলকে না খেলানো ট্যাকটিক্যাল ভুল ছিল ভারতের। যা ম্যাচের প্রথমার্ধেই বুঝতে পেরেছিলেন কোহলিরা। নেপথ্যে অস্ট্রেলিয়ার দুই লেগস্পিনার মিচেল সুয়েপসন এবং অ্যাডাম জাম্পার পারফরম্যান্স। সেই ভুল শুধরে নেওয়ারই অযাচিত সুযোগ করে দিল জাদেজার চোট। এমনিতেও হ্যামস্ট্রিং-এর চোটে কাবু জাদেজার পক্ষে বল করা সম্ভব ছিল না। আইনের ফাঁক কাজে লাগিয়েই শেষ হাসি হাসলেন বিরাটরা। জাদেজার পরিবর্ত হিসাবে চাহলের নামা নিয়ে সরব হয়েছেন মাইকেল ভন, টম মুডির মতো প্রাক্তনরাও।
ভারতীয় সময় শুক্রবার রাতে বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, দেশে ফিরছেন আহত জাদেজা। টি-২০ সিরিজে তাঁর জায়গা নেবেন শার্দূল ঠাকুর।
টস জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ফিঞ্চ। কিন্তু শিখর ধাওয়ান (১), বিরাট কোহলিরা (৯) রান পাননি। সঞ্জু স্যামসন আশা জাগিয়ে শুরু করেছিলেন। কিন্তু ১৫ বলে ২৩ রানের বেশি করতে পারেননি। কে এল রাহুল (৪০ বলে ৫১) একটা দিক ধরে রাখলেও মণীশ পাণ্ডে (২), হার্দিক পাণ্ড্য (১৬) তাঁকে সাহায্য করতে পারেননি। শেষ দু’ওভারে ৩৪ রান তুলে দলকে ভদ্রস্থ রানে পৌঁছে দেন জাদেজা। অজিদের পক্ষে বল হাতে সফল মোজেস এনরিকে (৩/২২) এবং মিচেল স্টার্ক (২/৩৪)।
প্রথম উইকেটে ৫৬ রান তুলে অস্ট্রেলিয়াকে শক্ত ভিতে দাঁড় করিয়ে দেন ফিঞ্চ (২৬ বলে ৩৫) এবং ডার্সি শর্ট (৩৮ বলে ৩৪)। ব্যর্থ স্টিভ স্মিথ (১২) এবং গ্লেন ম্যাক্সওয়েল (২)। ব্যাট হাতেও কার্যকরী ইনিংস খেলছিলেন এনরিকে (২০ বলে ৩০)। কিন্তু শেষরক্ষা হয়নি। অজিদের ১৫০ রানে বেঁধে রাখতে মুখ্য ভূমিকা নেন চাহল (৩/২৫), ওয়াশিংটন সুন্দর (০/১৬) এবং এদিনই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হওয়া টি-নটরাজন (৩/৩০)। এই নিয়ে টানা ন’টি টি-২০ আন্তর্জাতিকে জিতল টিম ইন্ডিয়া।