• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

কাস্টমসকে হারাল মোহনবাগান

বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে তৃতীয় জয় অনুষ্টুপদের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

অবশেষে জয়ে ফিরল মোহনবাগান বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে কাস্টমসকে আট উইকেটে হারিয়ে দিল তারা অনুরাগ তিওয়ারি (/) প্রিন্স যাদবের (/) বোলিং কাস্টসমকে মাত্র১৯/-আটকে দেয় ঋত্বিক চট্টোপাধ্যায়ও (/) ভালো বল করেনএরপরে ব্যাট করতে নেমে.ওভারে দু’উইকেট খুইয়ে রান তুলে নেয় মোহনবাগান ঋত্বিক চ্যাটার্জি বলে রান করে অপরাজিত থাকেন অনুষ্টুপ মজুমদার ২২ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন এই মুহূর্তে প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান অনুষ্টুপ (২৬২) সাতটি ম্যাচ খেলে মোহনবাগান তৃতীয় জয় পেল

     

বিজ্ঞাপন

Goto Top