ব্যাট হাতে সফল জয়জিত ও প্রিনান
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কটাউন ক্লাব দারুণ শুরু করেও হেরে গেল কালীঘাটের বিরুদ্ধে। কালীঘাট প্রথম ব্যাট করে ১৪৯/৪ তোলে। প্রথম উইকেট জুটিতে জয়জিত বসু (৫১) ও প্রিনান দত্ত (৫৬) ১৬ ওভারে ১১২ রান তুললেও খুব বেশি রান তোলার সুযোগ কালীঘাট পায়নি। অনন্ত সাহা (১/১৭) ভালো বল করেন।
জবাবে টাউন ইনিংসের মাত্র ১০ ওভারের মধ্যে সৈফি (৪১) ও অভিজিৎ সিং (৩২) ৭৩ রান যোগ করেন। কিন্তু সাত্যকি দত্ত (৩/৩১), আমির গনি (৪-০-১২-১), কুইল্লার (২/২৭) টাইট বোলিং টাউনকে ১৩৫/৭-এ আটকে দেয়। পঙ্কজ সাউ (২০ বলে ২৬) ছাড়া পরের দিকে কেউ দাঁড়াতে পারেননি। একসময় টাউন ক্লাবের লক্ষ্য ছিল ৪১ বলে ৬০ রান, হাতে ৮ উইকেট। তারা ৫ উইকেটে ৪৫ রান তোলে ওই পর্বে।