বল হাতে নজর কাড়লেন তপন মেমোরিয়ালের সন্দীপন দাস
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে আট ম্যাচে পঞ্চমবার পরাজিত হল ইস্টবেঙ্গল। প্রথমে ব্যাট করতে নেমে ইস্টবেঙ্গল ন’উইকেটে ১২৯ রান তোলে। ১০.৫ ওভারের মাথায় এক উইকেটে ৭১ তুলে ফেললেও সন্দীপন দাস (৩/২০), গৌরব চৌহান (১/১৪), রমেশ প্রসাদ (২/৩৩), নীলকন্ঠ দাসদের (১/১০) বোলিং শেষ ৫৩ বলে ৫৮ রানের বেশি তুলতে দেয়নি ইস্টবেঙ্গলকে। শ্রীবৎস গোস্বামী (২৯), রণজোৎ (২৮) ও অর্ণব নন্দী (২২) ভালো ব্যাটিং করেন।
জবাবে তপন মেমোরিয়াল ১৮.২ ওভারে চার উইকেট হারিয়ে ১৩০ রান তুলে নেন। দলনায়ক হাবিব অপরাজিত ২৫, শাকির হাবিব ২৫, কৌশিক ঘোষ ২৪ ও বিকাশ সিং ২৩ রান করেন। সুজিত কুমার যাদব ২৪ রানে দু’উইকেট পান।