• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দুরন্ত বিবেক, কালীঘাটকে হারাল মোহনবাগান

প্রতিযোগিতায় চতুর্থ জয় সবুজ-মেরুনের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে কালীঘাটের বিরুদ্ধে সহজ জয় পেল মোহনবাগানটসে জিতে মোহনবাগান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কালীঘাট ২০ ওভারে ছ’উইকেটে ১৫০ রান তোলে প্রিনান দত্ত ২৭ বলে ৪০ রান করেন অপর ওপেনার জয়জিত বসু ২৭ করেন প্রথম উইকেটে ৫৩ রান তোলেন তাঁরা। তৌফিকউদ্দিন ৩৩ আর শুভম চট্টোপাধ্যায় ২১ রান করেন ঋত্বিক চট্টোপাধ্যায় ২২ রানে দু’টি এবং আকাশদীপ ২৪ রানে দু’টি উইকেট পান

জবাবে বিবেক সিং ঝড়ের গতিতে বলে করেন (×, ×) মাত্র বলে তিনি অর্ধশতরান করেন তাঁর ঝোড়ো ব্যাটিং-এর জেরে পাঁচ ওভারের মধ্যে ও দশ ওভার সম্পূর্ণ হওয়ার আগেই ১০০ রান তুলে ফেলে মোহনবাগান তাঁকে যোগ্য সঙ্গত দেন ঋত্বিক চট্টোপাধ্যায় (৩১ বলে ৪৩) অনুষ্টুপ মজুমদার (১৫ বলে ১৮ অপরাজিত) ও দেবব্রত দাস (১৫ বলে ১৯) মোহনবাগানকে ২৫ বল বাকি থাকতেই ১৫২/৪-এ পৌঁছে দেন প্রীতম চক্রবর্তী ৩৭ রানে দু’উইকেট পান অষ্টম ম্যাচে মোহনবাগান দলের এটি চতুর্থ জয়

     

বিজ্ঞাপন

Goto Top