• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

রাহানের শতরানেও কাটছে না অশনিসঙ্কেত

শূন্য রানে আউট পৃথ্বী, শুভমান এবং ঋদ্ধি

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বর্ডার-গাভাসকর ট্রফি, গোলাপি বলের টেস্ট – এসব অনেক দূরের গ্রহ। উল্টে প্রস্তুতি ম্যাচেই বেরিয়ে পড়ল ভারতীয় ব্যাটিং-এর কঙ্কাল। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে তিন দিনের ম্যাচে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন দুই ওপেনার পৃথ্বী শ’ এবং শুভমান গিল। যে দু’জনকে আগামী দিনের তারকা হিসাবে চিহ্নিত করেছেন অনেক প্রাক্তনই। চোট সারিয়ে দলে ফিরেছিলেন ঋদ্ধিমান সাহা। কিন্তু শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে। ব্যর্থ হনুমা বিহারীও (১৫)।

প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে লড়াই করলেন শুধু অধিনায়ক অজিঙ্ক রাহানে (১০৮ ব্যাটিং) এবং চেতেশ্বর পুজারা (৫৪)। মূলত তাঁদের ব্যাটে ভর করেই প্রথম দিনের শেষে আট উইকেটে ২৩৭ রান তুলতে পেরেছে ভারতীয়রা। সিডনির ড্রাময়েন ওভালের প্রাণবন্ত উইকেটকে কাজে লাগিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের রীতিমতো বেকায়দায় ফেলে দিলেন জেমস প্যাটিনসন (৩/৫৮), মাইকেল নেসেররা (২/৫১)। পরে কার্যকরী অফস্পিনে দু’উইকেট তুলে নিলেন ট্র্যাভিস হেডও। তবে লোয়ার অর্ডারে কিছু কার্যকরী রান করে গেলেন কুলদীপ যাদব (১৫) এবং উমেশ যাদব (২৪)।

গত দু’বছরে নীল জার্সিতে রীতিমতো অনিয়মিত হয়ে পড়েছেন রাহানে। কিন্তু সাদা পোশাকে যে তিনি অন্য মেজাজের ব্যাটসম্যান তা এদিন আরও একবার প্রমাণ করলেন মুম্বইয়ের ক্রিকেটার। ১৬ টি চার ও একটি ছক্কায় সাজানো তাঁর এদিনের ইনিংস। একইসঙ্গে আস্থা যোগালেন নির্বাচকদের। বাবা হতে চলা কোহলি প্রথম টেস্ট খেলেই ফিরে যাবেন দেশে। যা ভারতীয় টেস্ট দলকে অনেকটাই পিছিয়ে দেবে বলে মনে করছেন একদল প্রাক্তন। কিন্তু এদিনের শতরানে রাহানে ব্যাট দিয়ে বার্তা দিচ্ছেন – ‘ম্যায় হুঁ না!’

     

বিজ্ঞাপন

Goto Top