রান পেলেন শিখর, বিরাটও; বল হাতে ফের নজর কাড়লেন নটরাজন
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কএক ম্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজ পকেটে পুরেছিল অস্ট্রেলিয়া। টি-২০ সিরিজে তার শোধ তুলল বিরাট কোহলির দল। সিডনিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৯৫ রানের কঠিন লক্ষ্য তাড়া করে জিতল টিম ইন্ডিয়া। একইসঙ্গে জিতে নিল টি-২০ সিরিজ। প্রয়োজনের মূহুর্তে দুর্দান্ত ইনিংস কেহে গেলেন হার্দিক পাণ্ড্য। হারের মুখ থেকে ছিনিয়ে আনলেন জয়। এদিন প্রথমে ব্যাট পাঁচ উইকেটে ১৯৪ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে দু’বল বাকি থাকতেই লক্ষ্য হাসিল করল টিম ইন্ডিয়া।
টস জিতে এদিন অজিদের ব্যাট করতে পাঠিয়েছিলেন কোহলি। চোটের জন্য খেলতে পারেননি অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেন ম্যাথু ওয়েড। ফিঞ্চের পরিবর্ত হিসাবে ওপেন করতে নেমে ৩২ বলে ৫৮ রানের দুরন্ত ইনিংস খেলে যান ওয়েড। পাওয়ার প্লে-তে ওয়াশিংটন সুন্দর, দীপক চাহররা সুবিধা করতে পারেননি। গত ম্যাচের সেরা যুজবেন্দ্র চাহল চার ওভারে খরচ করেন ৫১ রান। বোলারদের চরম দুর্দশার দিনে একমাত্র ব্যতিক্রম টি নটরাজন (২/২০)। তাই স্টিভ স্মিথ (৩৮ বলে ৪৬), গ্লেন ম্যাক্সওয়েল (১৩ বলে ২২), মোজেস এনরিকেরা (১৮ বলে ২৬) চালিয়ে খেললেও দু’শোর গণ্ডি পেরোতে পারেনি অস্ট্রেলিয়া।
প্রথম উইকেটে ৩২ বলে ৫৬ রান যোগ করে দলকে শক্ত ভিতে দাঁড় করিয়ে দেন কে এল রাহুল (২২ বলে ৩০) এবং শিখর ধাওয়ান (৩৬ বলে ৫২)। বিরাট কোহলি (২৪ বলে ৪০) এবং সঞ্জু স্যামসন (১০ বলে ১৫) ভারতকে লড়াই থেকে হারিয়ে যেতে দেননি।
শেষ তিন ওভারে ৩৭ রান দরকার ছিল ভারতের। সেখান থেকেই দলকে দুর্দান্ত জয় এনে দেন হার্দিক (২২ বলে ৪২ অপরাজিত) এবং শ্রেয়স আইয়ার (৫ বলে ১২ অপরাজিত)।
গত ম্যাচে আহত রবীন্দ্র জাদেজার জায়গায় চাহলকে ‘কনকাশন সাবস্টিটিউট হিসাবে দলে নিয়েছিলেন কোহলিরা। যার জেরে একাধিক মহল থেকে ভেসে এসেছিল প্রশ্ন। কিন্তু রবিবারের ম্যাচে কোহলিরা দেখিয়ে দিলেন, ক্যানবেরার জয় ‘ফ্লুক’ ছিল না।