পারিবারিক অসুস্থতাই কারণ জানালেন ল্যাঙ্গার
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কচোট ও অধিক পরিশ্রমের কারণে ওয়ান ডে সিরিজের পরেই বিশ্রাম জেওয়া হয়েছিল প্যাট কামিন্সকে। এ বার টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিলেন মিচেল স্টার্ক। ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট দিয়ে শুরু হবে টার টেস্টের সিরিজ। গত বছর ভারতের কাছে সিরিজ হারের যন্ত্রণা একনও ভুলতে পারেনি অস্ট্রেলিয়া। সে কারণেই প্রথম টেস্ট থেকেই ভারতকে হারিয়ে বিরাট কোহলির দলকে চাপে ফেলতে চায় ব্যাগি গ্রিন বাহিনি। সেই কারণেই এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
যদিও অস্ট্রেলিয়া দলের তরফে কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, ‘‘পরিবারের এক সদস্য অসুস্থ। সে কারণেই স্টযার্ককে ছুটি দেওয়া হয়েছে। ওর জায়গায় খেলানো হবে অ্যান্ড্রু টাইকে।