৩৬ রানে হার ইস্টবেঙ্গলের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কখারাপ সময় কাটছে না ইস্টবেঙ্গলের। বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জারের ফিরতি ডার্বিতেও জয় তুলে নিল মোহনবাগান। রবিবার ইডেনে ৩৬ রানে ইস্টবেঙ্গলকে হারাল তারা। টসে জিতে মোহনবাগানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ইস্টবেঙ্গল। বিবেক সিং (৫৮) এবং অনুষ্টুপ মজুমদারের (৪৪) ব্যাটে ভর করে ৭ উইকেটে ১৫২ রান তোলে মোহনবাগান। জবাবে ১১৬ রানেই শেষ হয়ে যায় ইস্টবেঙ্গলের ইনিংস। ব্যাটসম্যানদের সমস্যাতেই এই ভরাডুবি তাদের। অভিমন্যু ঈশ্বরন ৫৫ রান করলেও লাল-হলুদ শিবিরের বাকি ব্যাটসম্যানেরা দাঁড়াতে পারেনি। ২৭ রানে ৪ উইকেট নেন মোহনবাগানের অনুরাগ তিওয়ারি। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। এই জয়ের ফলে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা করে নিল মোহনবাগান।