শেষ দিন ব্যাটিং অনুশীলন সেরে নিতে চান রাহানেরা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবর্ডার-গাভাসকর সিরিজের প্রথম টেস্টের পরেই দেশে ফিরবেন বিরাট কোহলি। কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে যে দল বিশেষ সমস্যায় পড়বে না তার ইঙ্গিত দিয়ে রাখলেন বিরাটের ডেপুটি অজিঙ্ক রাহানে। অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রথম দিনে আট উইকেটে ২৩৭ তুলেছিল ভারত। দ্বিতীয় দিন নবম উইকেট পড়ার পরে ২৪৭ রানেই ইনিংস ডিক্লেয়ার করে দেন রাহানে। নিজে অপরাজিত থেকে যান ১১৭ রানে। ব্যাটিং অনুশীলনের আরও কিছুটা সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেননি রাহানে। বদলে বোলারদের অনুশীলনের সুযোগ করে দিলেন।
সুযোগের সদ্ব্যবহার পুরোমাত্রায় করলেন ভারতীয় বোলাররা। উমেশ যাদব, মহম্মদ সিরাজরা টেস্ট দলে ‘অটোম্যাটিক চয়েস’ নন। কিন্তু দু’জনেই সোমবারের পারফরম্যান্সের দৌলতে টেস্ট দলে ঢোকার দাবি জানিয়ে রাখলেন। ৪৪ রানে তিন উইকেট তুলে নিলেন উমেশ। ৭১ রান খরচ করে সিরাজের শিকার দুই।
চোটের জেরে প্রথম দুই টেস্টে অনিশ্চিত রবীন্দ্র জাদেজা। তাঁর জায়গায় অ্যাডিলেডে রবিচন্দ্রন অশ্বিনকে দেখা গেলে অবাক হওয়ার নেই। পিচের বাউন্সকে কাজে লাগিয়ে তুলে নিলেন মার্কাস হ্যারিস এবং নিক ম্যাডিনসনের উইকেট। যাঁরা দু’জনেই অস্ট্রেলিয়ার জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। তবে অস্ট্রেলিয়ার হয়ে অনিংস ওপেন করার জোরাল দাবিদার বলে যাঁকে মনে করা হচ্ছে সেই উইল পুকোভস্কি ব্যর্থ (১)। অস্ট্রেলিয়া দলে সদ্য সুযোগ পাওয়া ক্যামেরন গ্রিন অবশ্য অপরাজিত ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে গেলেন। তার জেরেই আট উইকেটে ২৮৬ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া ‘এ’। ম্যাচের শেষ দিনে রাহানেরা কতটা ব্যাটিং অনুশীলন সেরে নিতে পারেন সেটাই এখন দেখার।