‘ইয়র্কার’ বোলারে মুগ্ধ অজি কিংবদন্তি
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কদৈনিক মজুরিতে কাজ করতেন মা। বাবা ছিলেন স্টেশনের মালবাহক। চরমে ছিল আর্থিক প্রতিকূলতা। কিন্তু জীবনযুদ্ধের যাবতীয় হার্ডল পেরিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন থঙ্গরাসু নটরাজন। আইপিএল ২০২০-তে যিনি হয়ে উঠেছিলেন ইয়র্কারের রাজা। সেই পারফরম্যান্সের জোরেই সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। আর শুরুতেই বাজিমাত। একদিনের আন্তর্জাতিক অভিষেকে দু’উইকেট। আর দু’টি টি-২০ আন্তর্জাতিকে ৫০ রান খরচ করে পাঁচ উইকেট। যা রীতিমতো নজর কেড়েছে বিশেষজ্ঞদের। প্রাক্তন অজি পেসার গ্লেন ম্যাকগ্রাই যেমন মুগ্ধ নটরাজনের বোলিং-এ। ৫৬৩ টেস্ট উইকেটের মালিক বলছেন, “ভারতের পক্ষে এই সফরের প্রাপ্তি নটরাজন। আশা করি, ও এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে।“
একইসঙ্গে ‘পিজন’ জানিয়েছেন, বছর কয়েক আগে এমআরএফ পেস অ্যাকাডেমিতে নটরাজনকে দেখেছিলেন তিনি। তারপর থেকে নিজের বোলিং-র প্রচুর উন্নতি করেছেন তামিল মিডিয়াম পেসার। দর্শনীয়ভাবে কাজে লাগাচ্ছেন ইয়র্কারকে। যা একদিকে যেমন বিপক্ষের রান তোলার গতি আটকে দিচ্ছে তেমনই উইকেটও এনে দিচ্ছে তাঁকে। যার জেরে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষে হার্দিক পাণ্ড্য বলেছিলেন, “আমি নই, নটরাজনেরই ম্যাচসেরার পুরস্কার পাওয়া উচিৎ ছিল।“
জাতীয় দলের জার্সি গায়ে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন নটরাজন। তিনবারই জিতে মাঠ ছেড়েছেন। মঙ্গলবারও সেই ধারা বজায় থাকে কি না সেটাই এখন দেখার।