মঙ্গলবারের ম্যাচেও রেকর্ডের হাতছানি
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কঅস্ট্রেলিয়া সফরে টেস্ট এবং একদিনের সিরিজ জেতা হয়ে গিয়েছে আগের সফরেই। কিন্তু টি-২০ সিরিজ ড্র রেখে ফিরতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবার সেই লক্ষ্যও হাসিল হয়ে গিয়েছে। যা অধিনায়ক বিরাট কোহলিকে এক বিরল নজিরের অধিকারী করেছে। দক্ষিণ আফ্রিকার ফ্যাফ দু প্লেসি বাদে অস্ট্রেলিয়াতে তিন ফর্ম্যাটের সিরিজ আর কোনও অধিনায়ক জিততে পারেননি। এবার সেই কৃতিত্বে ভাগ বসালেন কোহলি।
মঙ্গলবারের ম্যাচে নামার আগে অবশ্য আরও দুই নজিরের হাতছানি রয়েছে অধিনায়ক কোহলির সামনে। টি-২০ সিরিজের শেষ ম্যাচ জিতলে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকবেন তাঁরা। সেক্ষেত্রে সামনে থাকবে শুধু আফগানিস্তানের টানা ১২ ম্যাচ জেতার নজির।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডকে তাদের দেশে টি-২০ সিরিজে ‘হোয়াইটওয়াশ’ করেছিলেন কোহলিরা। এবার অস্ট্রেলিয়ায় একই কাণ্ড ঘটাতে পারলে একই বছরে ওশেনিয়ায় দু’টি ‘হোয়াইটওয়াশ’ হাসিল করার রেকর্ড থাকবে কোহলির নামে।