জমে উঠেছে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে ক্যালকাটা কাস্টমসকে চার উইকেটে হারাল তপন মেমোরিয়াল। ব্যাটে-বলে অনবদ্য খেল দেখালেন প্রয়াস রায় বর্মন। প্রথমে ব্যাট করতে নেমে ক্যালকাটা কাস্টমস ১২৭/৬ তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন শুভঙ্কর বল। রমেশ প্রসাদ ৩০ রানে দু’উইকেট নেন। প্রয়াস রায় বর্মন চার ওভারে মাত্র ১৬ রানে দু’উইকেট তুলে নেন।
জবাবে ১৪ রানের মধ্যে দুই ওপেনারকেই খুইয়েছিল তপন মেমোরিয়াল। কিন্তু প্রয়াসের ৪৬ বলে ৬৮ রানের সুবাদে ম্যাচ জিততে সমস্যা হয়নি তাদের। ২১ বল বাকি থাকতেই ছ’উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। শাকির হাবিব ৪২ রানে অপরাজিত থাকেন। কাজে লাগেনি বাপি মান্নার (২/১৭) লড়াই।