• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

রানে ফিরলেন ঋদ্ধিমান

দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ব্যাটিং

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বর্ডার-গাভাসকর সিরিজের প্রথম টেস্টের আগে চিন্তার ভাঁজ ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে। নেপথ্যে কুৎসিত ব্যাটিং। অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অব্যাহত ভরাডুবি। এদিন যাকে সামনে থেকে নেতৃত্ব দিলেন মার্ক স্টেকেটি। মাত্র ৩৭ রান খরচ করে তুলে নিলেন পাঁচ উইকেট।

আগের দিনের আট উইকেটে ২৮৬ রান থেকে এদিন খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া ‘এ’। এদিন ন’উইকেটে ৩০৬ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় তারা। ১২৫ রানে অপরাজিত থেকে যান ক্যামেরন গ্রিন।

পৃথ্বী শ’ এবং শুভমান গিল শুরু করেছিলেন একদিনের ম্যাচের মেজাজে। ওপেনিং জুটিতে ৪১ বলে ৩৭ রান যোগ করেন তাঁরা। কিন্তু তারপরেই ছন্দপতন। যেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি ভারত। ৩৭/০ থেকে উঠাৎঅই ৫০/৩ হয়ে যায় স্কোর। ততক্ষণে প্যাভিলিয়নে পৃথ্বী (১৯), শুভমান (২৯) এবং চেতেশ্বর পুজারা (০)। হনুমা বিহারী (২৮) এবং অজিঙ্ক রাহানে (২৮) ভালো শুরু করেও বড় রান পাননি। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন ঋদ্ধিমান সাহা। কিন্তু উল্টোদিক থেকে সহায়তা পাননি। ঋদ্ধির এদিনের ইনিংসে রয়েছে সাতটি বাউন্ডারি। যা অ্যাডিলেড টেস্টের আগে নিঃসন্ধে অক্সিজেন যোগাবে ভারতীয় ব্যাটিংকে। ন’উইকেটে ১৮৯ রান তুলে ডিক্লেয়ার করে দেন রাহানে। লোয়ার মিডল অর্ডারকে কার্যত একাই ভাঙেন স্টেকেটি।

জয়ের জন্য ১৩১ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়া ‘এ’-র। কিন্তু হাতে পর্যাপ্ত সময় ছিল না। উমেশ যাদব প্রথম ওভারেই জো বার্নসকে (০) ফেরালেও আর কোনও সাফল্য হাসিল করতে পারেননি ভারতী বোলাররা। শেষপর্যন্ত এক উইকেটে ৫২ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া ‘এ’। তবে সদ্য অস্ট্রেলিয়া টেস্ট দলে সুযোগ পাওয়া উইল পুকোভস্কি এদিন চোট পেয়ে মাঠ ছেড়েছেন। যা অ্যাডিলেড টেস্টের আগে চিন্তায় রাখবে অজি টিম ম্যানজমেন্টকে।

     

বিজ্ঞাপন

Goto Top