হোয়াইটওয়াশের স্বপ্ন আপাতত অধরাই
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কলক্ষ্য ১৮৭। জয়ের জন্য একাই লড়ছিলেন বিরাট কোহলি। বাড়তে থাকা আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে হাঁকাচ্ছিলেন একের পর এক বাউন্ডারি। কিন্তু উল্টোদিক থেকে সেভাবে কোনও সহায়তা পাননি। তার জেরেই এবারের মতো ছাড়তে হল অস্ট্রেলিয়াকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করার স্বপ্ন। সিরিজের শেষ ম্যাচে ১২ রানে হার হজম করতে হল টিম ইন্ডিয়াকে। মঙ্গলবার প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৮৬ রান তলেছিল অস্ট্রেলিয়া। জবাবে সাত উইকেটে ১৭৪ রান তুলেই সন্তুষ্ট থাকতে হল বিরাটদের।
চোট সারিয়ে মাঠে ফিরলেও রান পাননি অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। স্টিভ স্মিথও ২৪ রানের বেশি করতে পারেননি। কিন্তু অস্ট্রেলিয়াকে বড় রানের দিকে নিয়ে যান ম্যাথু ওয়েড (৫৩ বলে ৮০) এবং গ্লেন ম্যাক্সওয়েল (৩৬ বলে ৫৪)। তৃতীয় উইকেটে ৫২ বলে ৯০ রান যোগ করেন তাঁরা। তার জেরেই ১৮০ রানের গণ্ডি পেরোতে সমস্যায় পড়েনি অস্ট্রেলিয়া। ৩৪ রানে দু’উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট পান টি নটরাজন (১/৩৩) এবং শার্দূল ঠাকুর (১/৪৩)।
প্রথম ওভারেই কে এল রাহুলের (০) উইকেট হারিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় উইকেটে ৫১ বলে ৭৪ রান যোগ করে দলকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান কোহলি এবং শিখর ধাওয়ান (২১ বলে ২৮)। ব্যর্থ সঞ্জু স্যামসন (১০) এবং শ্রেয়স আইয়ার (০)। আগের ম্যাচের নায়ক হার্দিক পাণ্ড্যও ১৩ বলে ২০ রানের বেশি করতে পারেননি। ধাওয়ান, স্যামসন এবং শ্রেয়সের উইকেট তুলে নিয়ে ভারতীয় ব্যাটিংকে বড় ধাক্কা দেন মিচেল সোয়েপসন। যে ধাক্কা কাটিয়ে দলকে জয়ের রাস্তা দেখাতে পারেননি নিচের সারির ব্যাটসম্যানরা।