সেমিফাইনালে নজর কাড়লেন বিবেক-বিকাশ
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কইডেনে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের সেমিফাইনালে মোহনবাগান ন’উইকেটে হারাল টাউন ক্লাবকে। টাউন প্রথমে ব্যাট করে ন’উইকেটে ১২৪ রান তুলেছিল। জবাবে তিন ওভার বাকি থাকতেই এক উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় মোহনবাগান। টাউনের পক্ষে উল্লেখযোগ্য রান গীতিময় বসু (৪১) এবং পঙ্কজ সাউ (২৬)। মোহনবাগানের পক্ষে বল হাতে সফল রাজকুমার পাল (২/১৬), সুনীল কুমার দালাল (২/১৬), সায়ন ঘোষ (২/১৮) এবং ঋত্বিক চট্টোপাধ্যায় (২/১৯)। বিবেক সিং ৫৩ বলে ৭৬ রান করে কার্যত একাই টাউনকে ম্যাচ থেকে ছিটকে দেন।
অন্য সেমিফাইনালে তপন মেমোরিয়াল ২৫ রানে হারিয়েছে কালীঘাটকে। প্রথমে ব্যাট করতে নেমে তপন মেমোরিয়াল সাত উইকেটে ১৪৯ রান তোলে। অমিত কুইল্যা (৩/১৬) ও আমির গনির (২/২০) নিয়ন্ত্রিত বোলিং-এর জেরে দেড়শোর গণ্ডি পেরোতে পারেনি তপন মেমোরিয়াল। দলের পক্ষে সর্বোচ্চ রান মহম্মদ কাইফের (৩৮ বলে ৪৬)। বিকাশ সিং ২২ বলে ৩৪ রান করেন। শেষের দিকে শাহবাজ আহমেদ ১৯ বলে ২৭ রানের কার্যকরী ইনিংস খেলে যান।
জবাবে কালীঘাট তাদের ওপেনার জয়জিত বসু (১) কে প্রথমেই হারালেও প্রিনান দত্ত (৫২) ও সুদীপ চট্টোপাধ্যায় (২৪) দলকে ১০ ওভারে ৭৬ রানে পৌঁছে দেন। কিন্তু সুদীপ আউট হতেই ম্যাচ থেকে হারিয়ে যায় কালীঘাট। নেপথ্যে বিকাশ সিং-এর (৪/১৫) দুর্দান্ত বোলিং। শেষ পর্যন্ত কালীঘাট ১২৫/৮ তুলতে সক্ষম হয়।