ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা ।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্রথম দুটি ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে ফেলেছিল ভারত। তবে শেষ ম্যাচে ১২ রানে হার মানতে হয় টিম ইন্ডিয়াকে। এবারর সেই হারের পাশাপাশি জরিমানার কবলেও পড়ল বিরাট কোহলি অ্যান্ড কোং। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতীয় দলের সকল ক্রিকেটারের।
নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের বোলিং ইনিংস শেষ করতে পারেনি মেন ইন ব্লু। এক ওভার বাকি ছিল। যার জন্য বিরাটদের এই শাস্তি দিলেন ম্যাচ রেফারি ডেভিড বুন। ভারত অধিনায়ক দায় স্বীকার করে নেওয়ায় এর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। এই নিয়ে চলতি সফরেই দু’বার জরিমানার কবলে পড়তে হল ভারতকে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও একই কারণে জরিমানা গুনতে হয়েছিল বিরাটদের।