• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ব্যাটে-বলে অপ্রতিরোধ্য শাহবাজ, চ্যাম্পিয়ন তপন মেমোরিয়াল

বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের ফাইনালে ৩৩ রানে হারাল মোহনবাগানকে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

শাহবাজ আহমেদের অলরাউন্ড দক্ষতার জেরে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের ফাইনালে তপন মেমোরিয়াল ৩৩ রানে হারাল মোহনবাগানকে। টসে জিতে মোহনবাগান ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয় তপন মেমোরিয়াল মাত্র ৪০ রানে চার উইকেট হারিয়েছিল। শাহবাজ আহমেদ (৫৪) ও মহম্মদ কাইফের (৩৯) জুটিতে ওঠা ৭৮ রানের ওপর ভর করে শেষ পর্যন্ত ছ’উইকেটে ১৪৫ রান তোলে আকাশদীপ (২/১৫) ও রাজকুমার পাল (২/২৬) ভালো বোলিং করেন

মোহনবাগান শুরু থেকেই অস্বস্তিতে ছিল। সেমিফাইনালের নায়ক বিবেক সিং (৩০ বলে ৩৪) যখন আউট হন দলের রান তখন ১০ ওভারে ৬৩/৩। এরপরেই শাহবাজ এক ওভারে দু’উইকেট নেন। প্রয়াস রায় বর্মনও একটি উইকেট নেন। সেই সময় মোহনবাগানের স্কোর নিলে ৭৫/৬ অনুষ্টুপ মজুমদার প্রয়াসের দ্বিতীয় ওভারে তিনটি ছয়-সহ ২১ রান নেন। ১৫ ওভারের শেষে তাঁদের রান দাঁড়ায় ১০৩/৬ কিন্তু পরের ওভারেই রাজকুমার পালকে বোল্ড করেন শাহবাজ। এরপর অনুষ্টুপও (৪৬) শাওবাজের শিকার হন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি মোহনবাগান তাদের ইনিংস শেষ হয় ১১২ রানে। শাহবাজ ১১ রানে পাঁচ উইকেট নেন।

ফাইনালকে কেন্দ্র করে মাঝ সপ্তাহের ইডেনেও ছিল উৎসবের মেজাজ। গ্যালারিতে হাজির ছিলেন শ’দুয়েক উৎসাহী। ঘণ্টা বাজিয়ে এদিন ম্যাচের সূচনা করেন প্রাতন ভারতীয় উইকেটরক্ষক দীপ দাশগুপ্ত। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। উপস্থিত ছিলেন সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে।

জৈব সুরক্ষাবলয়ের মধ্যে ১৫ দিনে ৩৩ ম্যাচের প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করতে পেরে খুশি বাংলার ক্রিকেটকর্তারা। প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক অনুষ্টুপ মজুমদার। প্রতিযোগিতার সেরা বোলার নির্বাচিত হয়েছেন রমেশ প্রসাদ। প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কার গিয়েছে মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফের ঝুলিতে।  

     

বিজ্ঞাপন

Goto Top