টি-২০ সিরিজও পাচ্ছে মোতেরা; একদিনের সিরিজ পুনেতে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআগামী বছরের ইংল্যান্ড সিরিজের জন্য আয়োজক কেন্দ্রগুলির নাম ঘোষণা করল বিসিসিআই। যেখানে সাতটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পাচ্ছে বোর্ডসচিব জয় শাহের কেন্দ্র আহমেদাবাদ।
বৃহস্পতিবার বোর্ডের তরফে জানানো হয়েছে, ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট (৫-৯ ফেব্রুয়ারি) ও দ্বিতীয় টেস্ট (১৩-১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে চেন্নাইতে। সিরিজের তৃতীয় টেস্ট (২৪-২৮ ফেব্রুয়ারি) হবে দিন-রাতের। যা অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। মোতেরার নবনির্মিত স্টেডিয়ামের আসনসংখ্যা এক লক্ষ ১০ হাজার। সেখানেই আয়োজিত হবে সিরিজের শেষ টেস্ট (৪-৮ মার্চ)। তবে টেস্ট সিরিজের পরেই আহমেদাবাদ ছাড়তে হচ্ছে না জো রুটদের। মার্চের ১২, ১৪, ১৬, ১৮ এবং ২০ তারিখ টি-২০ সিরিজের পাঁচটি ম্যাচও খেলা হবে আহমেদাবাদেই।
শোনা গিয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের জন্য বিবেচনা করা হতে পারে মোহালি এবং ইডেনকে। কিন্তু জৈব সুরক্ষাবলয়ের কথা চিন্তা করে দু’টির বেশি কেন্দ্রে টেস্ট সিরিজ আয়োজন করতে নারাজ বোর্ড।
পাশাপাশি, বোর্ডের একাংশের প্রশ্ন, কেন টানা সাতটি আন্ত্ররজাতিক ম্যাচ আয়োজন করার দায়িত্ব পাচ্ছে মোতেরা? যার পরিপ্রেক্ষিতে বিসিসিআই-এর ব্যাখ্যা, ২০১৪-এর নভেম্বরের পর থেকে আর কোনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়নি মোতেরায়। ২০১৫ আইপিএলের পর আন্তর্জাতিক মানের আর কোনও ম্যাচই দেখার সুযোগ পাননি আহমেদাবাদের মানুষ। সেই কারণেই আহমেদাবাদকে লম্বা সময়ের জন্য ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া, জৈব সুরক্ষাবলইয়ের মধ্যে বেশি সংখ্যক কেন্দ্রে ম্যাচ আয়োজন করাও সমস্যাজনক। ফলে, মাসখানেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শহরেই থাকতে হবে জো রুটদের।
আহমেদাবাদ থেকেই পুনে যাবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। যেখানে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলা হবে মার্চের ২৩, ২৬ এবং ২৮ তারিখে।