• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অবসর নিয়েই নতুন দায়িত্বে পার্থিব

যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্সে।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পার্থিব প্যাটেল অবসরের পরেই  নতুন দায়িত্ব নিলেন গুজরাটের উইকেটরক্ষক ব্যাটসম্যান যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। তিন বছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলে খেলেছিলেন পার্থিব প্যাটেল তবে এবার অবসরের পর ট্যালেন্ট স্কাউট হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন দলের সঙ্গে যুক্ত হলেন পার্থিবএই কথা মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এক বিবৃতিতে জানান হয়েছেপার্থিবকে পেয়ে উচ্ছ্বসিত দলের কর্ণধার আকাশ আম্বানি নতুন দায়িত্ব পেয়ে খুশি পার্থিবও

সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের সিদ্ধান্ত জানান পার্থিব প্যাটেল। কনিষ্ঠতম উইকেটরক্ষক হিসেবে টেস্ট অভিষেকের ১৮ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি।

 

 

     

বিজ্ঞাপন

Goto Top