শেষ দুই টেস্টের আগে সুযোগ হবে না হিটম্যানের।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কযাবতীয় জল্পনা-কল্পনার অবসান। স্বস্তির নিঃশ্বাস ফেলল ভারতীয় শিবির। ফিটনেস টেস্টে পাশ করলেন রোহিত শর্মা। ১৪ ডিসেম্বরই অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন তিনি। ১৭ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। এই টেস্ট সিরিজে ভারতীয় দলে কামব্যাক করবেন হিটম্যান।
রোহিত শর্মার চোট নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল ভারতীয় ক্রিকেটমহলে। আইপিএলে খেলতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। তারপর জল বহুদূর গড়িয়েছে। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও জানিয়েছিলেন, রোহিতের চোট রয়েছে। তা সত্ত্বেও আইপিএলের ফাইনাল-সহ শেষ তিনটি ম্যাচ খেলে সবাইকে চমকে দিয়েছিলেন এই ডানহাতি ওপেনার। বিশেষ করে ফিল্ডিং করার সময় তাঁর ফিটনেস দেখে একবারের জন্যও মনে হয়নি যে, চোট রয়েছে রোহিতের।
অথচ, এই চোটের কারণেই অস্ট্রেলিয়া সফরগামী ভারতীয় দল থেকে বাদ পড়েন মুম্বইকর। আইপিএল শেষ হওয়ার পরই তাই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কাটাতে হয় রোহিতকে। শুক্রবার তিনি ফিটনেস টেস্টে পাশ করেন। এদিকে পিতৃত্বকালীন ছুটির জন্য প্রথম টেস্টের পরই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসবেন অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় টেস্ট থেকেই রোহিত শর্মাকে খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে অন্য একটি সূত্রের খবর, তড়িঘড়ি অস্ট্রেলিয়া উড়ে গেলেও, শেষ দুই টেস্টের আগে সুযোগ হবে না রোহিতের। কারণ, অস্ট্রেলিয়ায় পৌঁছেই কোয়ার্যান্টাইনে চলে যেতে হবে তাঁকে। আর সেই কারণেই হয়তো দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না রোহিত।