উইকেটরক্ষক ব্যাটসম্যানকে উৎসাহ বিশ্ব ক্রিকেটে।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কনিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে অভিষেক হল ওয়েস্ট ইন্ডিজের জশুয়া দা সিলভার। টেস্ট ক্যাপ পাওয়ার সঙ্গে সঙ্গে বিরল এক ঘটনার অংশ হয়ে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৪৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজে জন্ম নেওয়া প্রথম কোনও শ্বেতাঙ্গ ক্রিকেটার সুযোগ পেলেন জাতীয় দলে। এর আগে ২০১১ সালে শ্বেতাঙ্গ ব্রেন্ডন ন্যাশ সর্বশেষ খেলেন উইন্ডিজ দলে। কিন্তু ন্যাশের জন্ম ও বড় হওয়া- সবই ছিল পশ্চিম অস্ট্রেলিয়ায়। ২০০৮ থেকে কেরিয়ার শুরু করে ২০১১ সাল পর্যন্ত ২১টি টেস্ট এবং ন'টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন ন্যাশ।
তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জন্ম নেওয়া কোনও শ্বেতাঙ্গ ক্রিকেটার এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলছেন ১৯৭৩ সালে। প্রাক্তন ব্যাটসম্যান জেফ গ্রিনিজ তাঁর পাঁচ টেস্টের কেরিয়ারের শেষটি খেলেছিলেন সেই বছর। ত্রিনিদাদের জশুয়ার পরিবারের শেকড় অবশ্য পর্তুগালে। ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অস্ট্রেলিয়ান ক্রিকেটার মোজেস এনরিকে শহর মাদেইরা তাদের আঁতুড় ঘর। জশুয়ার মায়ের জন্ম কানাডায়, বাবার জন্ম ত্রিনিদাদে। জশুয়ারও জন্মও ত্রিনিদাদে।