গোলাপি বলে মুখ থুবড়ে পড়লেন রাহানেরা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক২১ রানের মধ্যে পড়ল সাত উইকেট! দলের সর্বোচ্চ রান এল ১০ নম্বর ব্যাটসম্যানের থেকে! টেস্ট সিরিজ শুরুর আগে চিন্তা কাটছে না ব্যাটিং নিয়ে। প্রথম প্রস্তুতি ম্যাচের মতো অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও মুখ থুবড়ে পড়ল ভারতীয় ব্যাটিং। লাল বলের পর এবার গোলাপি বলে।
পৃথ্বী শয়ের সঙ্গে এদিন মায়াঙ্ক আগরওয়ালকে ওপেন করতে পাঠিয়েছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। কিন্তু ব্যর্থ মায়াঙ্ক। পাল্টা আক্রমণের রাস্তায় গিয়ে অস্ট্রেলিয়া ‘এ’-কে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন পৃথ্বী এবং তিন নম্বরে নামা শুভমান গিল। টি-২০ ম্যাচের মেজাজে খেলে ২৯ বলে ৪০ রান করেন পৃথ্বী। ৫৮ বলে ৪৩ রান শুভমানের। দ্বিতীয় উইকেটে মাত্র ৩৯ বলে ৬৩ রান যোগ করেন তাঁরা। কিন্তু দলীয় ১০২ রানের মাথায় হনুমা বিহারী আউট হতেই ধস নামে ব্যাটিং-এ। ১০২/২ থেকে ১২৩/৯ হয়ে যায় স্কোর। সন্ধে নামার মুখে গোলাপি বলের বাউন্স এবং সুইং খেলতেই পারেননি রাহানে (৪), ঋষভ পন্থ (৫), ঋদ্ধিমান সাহা (০), নবদীপ সাইনি (৪), মহম্মদ শামিরা (০)। কিন্তু শেষ উইকেটে ৮০ বলে ৭১ রান যোগ করে দলকে দু’শোর কাছাকাছি পৌঁছে দেন জসপ্রীত বুমরা (৫৭ বলে ৫৫ অপরাজিত) এবং মহম্মদ সিরাজ (২২)। ভারতীয় ব্যাটিংকে ভাঙতে মুখ্য ভূমিকা নেন জ্যাক উইল্ডারমুথ (৩/১৩) এবং শন অ্যাবট (৩/৪৬)।
তবে এই ভারতকে যে সবুজ পিচে কুপোকাত করা মুশকিল তা বুঝিয়ে দিলেন শামি, সাইনি এবং বুমরা। ফের ব্যর্থ জো বার্নস (০)। দ্বিতীয় উইকেটে ৪০ রান যোগ করেছিলেন মার্কাস হ্যারিস (২৬) এবং নিক ম্যাডিনসন (১৯)। কিন্তু সেই জুটি ভাঙতেই শুরু হয় ধস। ৪৬/১ থেকে আচমকাই ৫৬/৫। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া ‘এ’। অধিনায়ক অ্যালেক্স কেরি (৩২) চেষ্টা করেছিলেন। কিন্তু উল্টোদিক থেকে সাহায্য পাননি। নিট ফল, শামি (৩/২৯), সাইনি (৩/১৯) এবং বুমরার (২/৩৩) দাপটে কার্যত এক সেশনেই ১০৮ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া ‘এ’-র ইনিংস।
শনিবার ৮৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করবেন রাহানেরা। গোলাপি বলে অস্ট্রেলিয়ার মাটিতে জয় নিঃসন্দেহে টেস্ট সিরিজের আগে বাড়তি অক্সিজেন যোগাবে দলকে। সেই চ্যালেঞ্জই অ্যাড্রিনালিন ঝরাচ্ছে রাহানে অ্যান্ড কোং-এর।