• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বিধ্বংসী পন্থ, শতরান হনুমারও

টেস্টের আগে চোট নিয়ে বিপাকে অস্ট্রেলিয়া শিবির

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

অ্যাডিলেড টেস্টের দল থেকে কি ছিটকে গেলেন ঋদ্ধিমান সাহা? অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে প্রথম দিন ওরকম দুর্দান্ত ক্যাচের পরেও? শনিবার এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে টিম ইন্ডিয়ার অন্দরমহলে। যার পিছনে থাকছে ঋদ্ধির প্রধান প্রতিদ্বন্দ্বী ঋষভ পন্থের মারকাটারি ব্যাটিং ফর্ম। এদিন যিনি গোলাপি বলে শতরান হাঁকালেন মাত্র ৭৩ বলে। তাও দিনের শেষ ওভারে ২২ রান নিয়ে!

দলকে অক্সিজেন যোগাচ্ছে হনুমা বিহারীর ফর্মও। স্থিতধী মেজাজে খেলে যিনি দিনের শেষে ১০৪ রানে অপরাজিত। আইপিএলের হ্যাংওভার কাটাতে না পারা ব্যাটসম্যানদের কাছে যা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। হনুমা-পন্থের অবিচ্ছিন্ন ১৪৭ রানের জুটি দিনের শেষে চার উইকেটে ৩৮৬ রানে পৌঁছে দিয়েছে ভারতকে। আপাতত অস্ট্রেলিয়া ‘এ’-র থেকে ৪৭২ রানে এগিয়ে তারা।

ম্যাচের প্রথম দিনেই পড়েছিল ২০ উইকেট। তার জেরেই প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনও শুরুতেই ওপেন করতে নামতে হয়েছিল পৃথ্বী শ’ এবাও মায়াঙ্ক আগরওয়ালকে। কিন্তু পৃথ্বীর পাল্টা আক্রমণের রাস্তা এদিন কাজে লাগেনি। মাত্র দু’রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নজরকাড়া ব্যাটিং করে গেলেন শুভমান গিল। প্রথম ইনিংসে ৪৩-এর পর দ্বিতীয় ইনিংসে যাঁর অবদান ৬৫ রান। টেস্টের আগে ৬১ করে প্রয়োজনীয় মনোবল যোগাড় করে নিলেন মায়াঙ্কও। রাহানে ভালো শুরু করেও ৩৮ রানের বেশি করতে পারেননি। তারপরেই শুরু হনুমা-পন্থের তাণ্ডব।

অ্যাডিলেডে নামার আগে ভারত যখন প্রয়োজনীয় আত্মবিশ্বাস যোগাড় করে নিচ্ছে তখন বেকায়দায় অস্ট্রেলিয়া শিবির। জো বার্নস ফর্মে নেই। ডেভিড ওয়ার্নারের চোট। বদলি হিসাবে যাঁর কথা ভাবা হচ্ছিল সেই উইল পুকোভস্কিও প্রস্তুতি ম্যাচে মাথায় চোট পেয়েছেন। তার জেরেই টেস্টের পাঁচ দিন আগে ওপেনিং নিয়ে চিন্তায় অজি শিবির। তবে বদলি হিসাবে ইতিমধ্যেই মার্কাস হ্যারিসের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চোট পেয়েছেন ক্যামেরন গ্রিনও। প্রস্তুতি ম্যাচে দু’জনেরই ‘কনকাশন সাবস্টিটিউট’ নিয়েছে অস্ট্রেলিয়া ‘এ’।

রবিবার রাহানে ব্যাটসম্যানদের আরও অনুশীলন করার সুযোগ দেন নাকি বোলারদের আরও একবার ঝালিয়ে নেন, সেটাই এখন দেখার।

     

বিজ্ঞাপন

Goto Top