প্রথম টেস্টের আগে চিন্তা কাটছে না ভারতীয় টিম ম্যানেজমেন্টের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন বেন ম্যাকডারমট। দ্বিতীয় ইনিংসে তিনিই করে গেলেন অপরাজিত ১০৭ রান। প্রথম দিন তিন উইকেট নেওয়া জ্যাক উইল্ডারমুথের ব্যাট থেকে বেরোল ১১৯ বলে ১১১ রানের চোখধাঁধানো ইনিংস। আর এই দুই ইনিংসই বেআব্রু করে দিল মহম্মদ শামি, জসপ্রীত বুমরা-খচিত বোলিং আক্রমণকে। তার জেরেই প্রস্তুতি ম্যাচের শেষ দিনে ৭৫ ওভার ব্যাট করেই চার উইকেটে ৩০৭ রান তুলে ফেলল অস্ট্রেলিয়া ‘এ’। যা বুঝিয়ে দিল, রাহানে আরও কম রান হাতে নিয়ে জেতার জন্য ঝাঁপানোর সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যেতে পারত।
প্রথম দিন পড়েছিল ২০ উইকেট। যার নেপথ্যে ছিল প্রথম দিনের ঘাস এবং মেঘলা আবহাওয়া। যা পুরোদস্তুর সহায়তা করেছিল পেসারদের। কিন্তু দ্বিতীয় দিন রোদ উঠতেই যাবতীয় সুবিধা উধাও। প্রথম ঘণ্টার সিম মুভমেন্ট বাদ দিলে ব্যাটসম্যানদের স্বর্গ। যাকে কাজে লাগিয়ে শতরান করে গিয়েছিলেন ঋষভ পন্থ এবং হনুমা বিহারী। আর তৃতীয় দিন সেই একই কাজ করে দেখালেন ম্যাকডারমট এবং উইল্ডারমুথ।
শামি তবু দু’উইকেট নিয়েছেন। বুমরার ভাঁড়ার শূন্য। মহম্মদ সিরাজ পেয়েছেন এক উইকেট। আর যাঁকে প্রথম একাদশে থাকার অন্যতম দাবিদার বলে ধরা হচ্ছিল সেই নবদীপ সাইনি উইকেট পাওয়া তো দূরের কথা, উল্টে ১৬ ওভারে খরচ করলেন ৮৭ রান। উইকেট তোলার লক্ষ্যে মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, পৃথ্বী শ’-দের দিয়েও বল করিয়েছিলেন রাহানে। কিন্তু ম্যাকডারমটদের ব্যাকফুটে ঠেলা যায়নি। সবমিলিয়ে প্রথম টেস্টের আগে চিন্তার মেঘ কাটছে না ভারতীয় শিবিরে।