খুশি ঘরোয়া ক্রিকেটাররা।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককরোনা আবহের মধ্যেই বিদেশের মাটিতে সফলভাবে আইপিএল আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে বিসিসিআই। মরুশহর আরব আমিরশাহিতে জৈব সুরক্ষা বলয়ে এই ক্রোড়পতি লিগ আয়োজনই বড় চ্যালেঞ্জ ছিল বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। আর সেই পরীক্ষায় লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হওয়ার পর এবার কোভিডের চোখ রাঙানি উপেক্ষা করে দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেটের ব্লু প্রিন্ট ছকে নিল বিসিসিআই।
২০২১ সালের জানুয়ারি মাসেই মাঠে বল গড়াতে চলেছে ঘরোয়া ক্রিকেটের। জৈব সুরক্ষা বলয়ে আগামী বছরের ১০ জানুয়ারি থেকে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট শুরু করতে চলেছে বিসিসিআই। মুস্তাক আলির ম্যাচ দিয়েই দেশের মাটিতে বোর্ডের ঘরোয়া ক্রিকেটের সূচি ফিরতে চলেছে। প্রতিযোগিতাটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
বোর্ডের তরফে জানানো হয়েছে, ২ জানুয়ারির মধ্যে ক্রিকেটারদের শিবিরে যোগ দিতে হবে। বোর্ড সচিব জয় শাহ রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি দিয়ে মুস্তাক আলির জন্য প্রস্তুতি নিতে বলেছেন। চিঠিতে জয় শাহ লিখেছেন, ‘অতিমারিতে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কোভিডে ঘরোয়া ক্রিকেট দীর্ঘদিন বন্ধ ছিল। শেষ পর্যন্ত এবার সব দিক বিচার করে ক্রিকেট শুরুর কথা ভাবছে বোর্ড। সৈয়দ মুস্তাক আলি দিয়ে ২০২০-২১ সালে ঘরোয়া ক্রিকেট শুরু হবে।’ মুস্তাক আলি টি-২০ হলেও এখনও পর্যন্ত কোভিডের কারণে স্থগিত থাকা রঞ্জি ট্রফির ম্যাচ কবে শুরু হবে, সেই বিষয়ে বোর্ডের সূত্রে অবশ্য কিছুই জানা যায়নি।