• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বাংলা দলে শামির ভাই

ঘোষিত হল সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রাথমিক দল

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

দাদা বল হাতে আগুন ঝরাচ্ছেন অস্ট্রেলিয়ায়। আর ভাই নিজেকে তৈরি করছেন আসন্ন ঘরোয়া মরশুমের জন্য। যাতে বাংলা দলের জার্সি গায়ে দাদার অভাব পুষিয়ে দিতে পারেন। সদ্যসমাপ্ত বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তার জেরেই বাংলা দলে সুযোগ পেলেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। সোমবারই সৈয়দ মুস্তাক আলি টি-২০ প্রতিযোগিতার জন্য ঘোষিত হল ২৬ সদস্যের বাংলা দল। প্রাথমিক দলে কাইফের পাশাপাশি বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে ভালো পারফর্ম করা একাধিক খেলোয়াড় সুযোগ পেয়েছেন। এছাড়া, মনোজ তিওয়ারি, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চট্টোপাধ্যায়ের মতো অভিজ্ঞরাও রয়েছেন। স্বাভাবিকভাবেই দলে নেই শামি, ঋদ্ধিমানের মতো জাতীয় দলের ক্রিকেটাররা।

ঘোষিত দলঃ অভিমন্যু ঈশ্বরন, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, শ্রীবৎস গোস্বামী, ঈশান পোড়েল, কাজী জুনেদ সৈফি, ঋত্বিক রায় চৌধুরী, শুভম চট্টোপাধ্যায়, বিবেক সিং, শাহবাজ আহমেদ, অর্ণব নন্দী, সুদীপ ঘরামী, মুকেশ কুমার, আকাশ দীপ, রবিকান্ত সিং, অভিষেক দাস, সন্দীপন দাস (বড়), মহম্মদ কাইফ, শুভম সরকার, অরিত্র চট্টোপাধ্যায়, শুভঙ্কর শীল, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রয়াস রায় বর্মন, সুজিত যাদব, কাইফ আহমেদ

আগামী মাসের ১০ তারিখ থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। যা চলতি মরশুমে ঘরোয়া ক্রিকেটের প্রথম প্রতিযোগিতা। ফাইনাল ৩১ জানুয়ারি।

     

বিজ্ঞাপন

Goto Top