খুশি মিতালি রাজ।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতে বসতে চলেছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের আসর। মঙ্গলবার সেই টুর্নামেন্টের সূচি ঘোষণা করল আইসিসি। ৪ মার্চ থেকে শুরু হবে বিশ্বকাপ। ৩১টি ম্যাচের এই টুর্নামেন্ট চলবে ৩১ দিন ধরে। আয়োজক নিউজিল্যান্ড ছাড়া ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। এদের সঙ্গে যোগ দেবে আরও তিন দল। তার জন্য বাছাইপর্ব থেকে উত্তীর্ণ হতে হবে। যা শুরু হবে ২০২১ সালের ২৬ জুন থেকে শ্রীলঙ্কার মাটিতে। বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ, ডানোডিন এবং টারাঙ্গায়। ৩ এপ্রিল ক্রাইস্টচার্চে বিশ্বকাপের ফাইনাল। রিজার্ভ ডে হিসেবে থাকবে ৪ এপ্রিল। সেমিফাইনালের জন্যও রাখা হয়েছে একটি অতিরিক্ত দিন।
উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাছাইপর্ব থেকে কোয়ালিফাই করা একটি দল। একই দিনে দেখা যাবে ভারত-ইংল্যান্ড মহারণ। শেষবার মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। ১৬ মার্চ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। শেষ আসরের দুই ফাইনালিস্টকে নিয়ে একটি ‘মার্কি’ যুদ্ধের আয়োজন করেছে আইসিসি। আদতে ভারতের মেয়েরা বিশ্বকাপ যাত্রা শুরু করবে কোয়ালিফাই করা একটি দলের বিরুদ্ধে ৬ মার্চ। এরপর ১০ মার্চ দ্বিতীয় ম্যাচে ভারত নামবে আয়োজক নিউজিল্যান্ডের বিপক্ষে।
চলতি বছর বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও, অতিমারী করোনার ভয়াবহতায় শেষ পর্যন্ত আর তা আয়োজন করতে সক্ষম হয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। তবে আবারও ক্রিকেট ফেরার খবরে বেজায় খুশি ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ। তিনি বলেন, ‘আমরা খুব কঠিন একটা বছর পার করতে চলেছি। ক্রিকেটকে আমরা সবাই খুব ভালোবাসি। তাই আবারও ক্রিকেটে ফেরার খবর শুনে সত্যিই খুশি।’