• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ভারতীয় দলের প্রাক-বিশ্বকাপ সূচি

শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি কোহলিরা 

স্পোর্ট ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

২৩ মে: বিশ্রাম। তবে হোটেলেই সব ক্রিকেটারকে নিয়ে হবে টিম মিটিং। টিম ম্যানেজমেন্টের বক্তব্য শোনার পাশাপাশি খেলোয়াড়রা নিজেদের অভিমত বা পরামর্শ সেখানে পেশ করবেন।

২৪ মে: ওভালে প্রথম ট্রেনিং সেশনে নামবে ভারতীয় দল। অনুশীলন শেষে অংশগ্রহণকারী সব দেশের অধিনায়ক ও আইসিসি’র দুর্নীতি দমন শাখার কর্তারা মিডিয়ার মুখোমুখি হবেন।

২৫ মে: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওভালে প্রথম প্রস্ততি ম্যাচটি খেলবে ভারত। খেলা শুরু ভারতীয় সময় বিকেল ৩টায়।

২৬ মে: সকালে সড়ক পথে কার্ডিফের উদ্দেশ্যে রওনা হবেন কোহলিরা। সেখানে পৌঁছে প্রথম প্রস্তুতি ম্যাচের পর্যালোচনায় বসবে দল।

২৭ মে: সোফিয়া গার্ডেন্সে ট্রেনিং করবে ভারতীয় দল। প্র্যাকটিস শেষে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হবে সিনিয়র ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা।

২৮ মে: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সোফিয়া গার্ডেন্সে খেলা শুরু ভারতীয় সময় বিকেল ৩টায়।

২৯ মে: ভারতীয় দল সাদাম্পটনের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তবে অধিনায়ক বিরাট কোহলি যাবেন লন্ডনের বাকিংহ্যাম প্যালেসে রানী এলিজাবেথের সঙ্গে সৌজন্য সাক্ষাতে। সেখানে হাজির থাকবেন অংশগ্রহণকারী দশটি দেশেরই অধিনায়ক।

৩০ মে: সাদাম্পটনে বিশ্রামে কাটাবে ভারতীয় দল।

৩১ মে: বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে সাদাম্পটনে চূড়ান্ত অনুশীলন পর্ব শুরু করবে কোহলি ব্রিগেড। এখানেই প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ই জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামবে টিম ইন্ডিয়া।

     

বিজ্ঞাপন

Goto Top