• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বিরাটের রান আউটেই লড়াইয়ের ছন্দপতন

প্রথম দিনের শেষে ভারত ২৩৩/৬; ক্রিজে ঋদ্ধি-অশ্বিন

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বাবা হতে চলা বিরাট কোহলি কি আবগ নিয়ন্ত্রণে রাখা শিখে গিয়েছেন? অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের প্রথম দিনের খেলার শেষে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই। যার পিছনে রয়েছে ভারত অধিনায়কের এদিনের আচরণ। অজিঙ্ক রাহানের ভুল কলে রান আউট হওয়ার পরেও।

খেলা তখন ৭৬ থেকে ৭৭ ওভারে গড়াচ্ছে। ক্রিজে জমে গিয়েছেন কোহলি এবং রাহানে। অধিনায়ক এবং তাঁর ডেপুটির ব্যাটে ভর করে চমকপ্রদ লড়াইয়ের মঞ্চ তৈরি করছে টিম ইন্ডিয়া। এমন সময় ছন্দপতন। কোহলি এবং রাহানে, দু’জনেই চেষ্টা করছিলেন দ্বিতীয় নতুন বল আসার আগে রানের গতি বাড়িয়ে নিতে। বিপক্ষের উপর পাল্টা চাপ সৃষ্টি করতে। কিন্তু রাহানের ভুল কলে রান আউট হয়ে গেলেন কোহলি। আর সেখানেই তাল কাটল পাঁচ ঘণ্টার দুর্দান্ত লড়াইয়ের। হতাশ বিরাট মাঠের মধ্যে কোনও আবেগ দেখাননি। কিন্তু বাউন্ডারি লাইন পেরিয়ে ছুঁড়ে ফেলে দিলেন গ্লাভস। তবে তার কিছুক্ষণ পরেই তাঁকে হাসিমুখে দেখা গেল রবীন্দ্র জাদেজার সঙ্গে। কারণ, যাবতীয় ধাক্কা সামলে প্রথম দিনের শেষে দলকে ২৩৩/৬ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন ব্যাটসম্যানরা।

টস জিতে এদিন ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। কিন্তু ম্যাচের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যান পৃথ্বী শ’ (০)। তাজা পিচে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্সদের আগুনে বোলিং যতটা সম্ভব সাবধানে সামাল দিচ্ছিলেন মায়াঙ্ক আগরওয়াল এবং চেতেশ্বর পুজারা। কিন্তু প্রথম ঘণ্টার পরেই ফের ধাক্কা। কামিন্সের বলে বোল্ড মায়াঙ্ক (১৭)। প্রথম সেশনের শেষে ভারতের রান ছিল দু’উইকেটে ৪১। পাল্টা আক্রমণের রাস্তায় যাওয়া হারাকিরি হতে পারে ভেবেই সেই রাস্তায় পা বাড়াননি পুজারা এবং কোহলি। স্বভাববিরুদ্ধভাবে রক্ষণাত্মক ছিলেন কোহলি। আর পুজারা? ২১৮ মিনিট ক্রিজে ছিলেন। খেলেছেন ১৬০ বল। অথচ বাউন্ডারি মেরেছেন মাত্র দু’টি। তাও নিজের ইনিংসের শেষের দিকে। পরিসংখ্যানেই পরিষ্কার, কতটা মেপে ব্যাটিং করেছেন দেবু মিত্রের ছাত্র। ইনিংসের ৫০ তম ওভারে যখন পুজারা আউট হল তখন দলের রান ১০০। রাহানে ক্রিজে আসার পর কিছুটা আক্রমণাত্মক হয়েছিলেন কোহলি। কার্যত তাঁদের ৮৮ রানের জুটিই ভালো জায়গায় নিয়ে গিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়াকে। যাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন কোহলি। একেবারে হিসাব করে শট খেলছিলেন। পৃথ্বী শ’-এর মতো ব্যাটসম্যানদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন, সব বলে শট খেলার প্রয়োজন নেই। তার জেরেই ২৪৫ মিনিট ক্রিজে থেকে, অজি পেস আক্রমণের গতি, সুইং এবং বাউন্স সামলে ৭৪ রানের রানের নজরকাড়া ইনিংস খেলে গেলেন।

তবে কোহলিকে রান আউট করানোর আক্ষেপ চাপতে পারেননি রাহানে। দ্বিতীয় নতুন বল আসার পরেই স্টার্কের বলে এলবিডব্লু হয়ে গেলেন তিনিও (৪২)। ১৮৮/৩ থেকে আচমকাই তখন ১৯৬/৫। আশা জাগিয়েও ব্যর্থ হনুমা বিহারী (১৬)। দিনের শেষে দলকে টানছেন ঋদ্ধিমান সাহা (৯ ব্যাটিং) এবং রবিচন্দ্রন অশ্বিন (১৫ ব্যাটিং)। তার জেরেই পুজারা বলছেন, “বিরাট, অজিঙ্কের উইকেট হারালেও ভালো জায়গাতেই রয়েছি। মাত্র ছ’উইকেট পড়েছে। ঋদ্ধি, অ্যাশ দু’জনেই ব্যাট করতে পারে। নিচের সারির ব্যাটসম্যানরাও তাদের সাধ্যমতো চেষ্টা করবে। ২৭৫ থেকে ৩০০ রান করার ভালো সম্ভাবনা রয়েছে আমাদের। আর নিচের সারির ব্যাটসম্যানরা খেলে দিলে সেটা ৩৫০-এও পৌঁছতে পারে।“

     

বিজ্ঞাপন

Goto Top