• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

গোলাপি বলেও ভেলকি দেখালেন অশ্বিন, লিড ভারতের

দ্বিতীয় দিনে পড়ল ১৫ উইকেট; ক্যাচ ফস্কানোর প্রদর্শনী টিম ইন্ডিয়ার

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

মাত্র সপ্তাহখানেক আগের ঘটনা। গোলাপি বলের প্রস্তুতি ম্যাচে সিডনিতে চার পেসারে নেমেছিল ভারত। দলে ছিলেন না কোনও স্পিনার। সেই আক্রমণ দিয়ে প্রথম ইনিংসে ১০৮ রানে বিপক্ষকে দুমড়ে দেওয়া গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে দেখা দিয়েছিল স্পিনারের প্রয়োজনীয়তা। বিষয়টি মাথায় রেখেই রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে রেখেছিলেন বিরাট কোহলি, রবি শাস্ত্রীরা। সেই সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল না তা ম্যাচের দ্বিতীয় দিনেই বুঝিয়ে দিলেন তামিলনাড়ুর অফস্পিনার। গোলাপি বলেও তুলে নিলেন চার উইকেট। যোগ্য সঙ্গত করলেন উমেশ যাদব, জসপ্রীত বুমরাও। তাঁদের সম্মিলিত প্রচেষ্টাই প্রথম ইনিংসে ৫৩ রানের লিড এনে দিল ভারতকে।

আগের দিনের ছ’উইকেটে ২৩৩ রান নিয়ে এদিন খেলা শুরু করেছিল ভারত। কিন্তু ঋদ্ধিমান সাহা এবং অশ্বিন নিজেদের আগের দিনের রানের সঙ্গে আর কোনও রানই যোগ করতে পারেননি। যার জেরে ২৪৪ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ৫৩ রানে চার উইকেট মিচেল স্টার্কের। ৪৮ রানে তিন উইকেট নেন প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়াও শুরু করেছিল অত্যন্ত সাবধানে। প্রথম চার ওভার কোনও রান করতে পারেননি ম্যাথু ওয়েড এবং জো বার্নস। প্রথম সেশনে দু’জনকেই ফিরিয়ে দেন বুমরা। দ্বিতীয় সেশনে স্টিভ স্মিথ (১), ট্রাভিস হেড (৭) এবং ক্যামেরন গ্রিনের (১১) উইকেট হারায় অজিরা। তিনজনই অশ্বিনের শিকার। তৃতীয় সেশনে একই ওভারে মার্নাস লাবুশেন (৪৭) এবং কামিন্সকে (০) ফিরিয়ে অস্ট্রেলিয়াকে রীতিমতো ব্যাকফুটে ঠেলে দেন উমেশ। স্কোরবোর্ডে তখন ১১১/৭। কিন্তু স্টার্ক (১৫), ন্যাথান লিয়ঁ (১০) এবং জশ হ্যাজলউডকে (৮) সঙ্গে নিয়ে শেষ তিন উইকেটে ৭৯ রান যোগ করেন অজি অধিনায়ক টিম পেইন (৭৩ অপরাজিত)। শেষ পর্যন্ত ১৯১ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ৫৫ রানে চার উইকেট নেন অশ্বিন। সফল উমেশ (৩/৪০) এবং বুমরাও (২/৫২)।

তবে অস্ট্রেলিয়াকে এতদূর এগোতে দেওয়ার পিছনে বিরাট অবদান থাকছে ভারতীয় বোলারদেরও। পৃথ্বী শ’, বুমরা এবং মায়াঙ্ক আগরওয়াল যে ক্যাচ ফস্কালেন তা চোখে দেখা যায় না। কঠিন ক্যাচ ছাড়লেন কোহলি এবং ঋদ্ধিও। যার খেসারত হিসাবে দিতে হল অন্তত ৫০ রান। নাহলে লিড আরও বেশি হতে পারত ভারতের।

দ্বিতীয় ইনিংসেও অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বোল্ড পৃথ্বী (৪)। ব্যাট-প্যাডের মাঝখানে বিরাট ফাঁক। সেখান দিয়েই ঢুকে গেল কামিন্সের ইনসুইঙ্গার। দিনের শেষে এক উইকেটে ন’রান তুলেছে ভারত। মায়াঙ্কের (৫ ব্যাটিং) সঙ্গে ক্রিজে রয়েছেন নৈশপ্রহরী বুমরা (০ ব্যাটিং)। লিড আপাতত ৬২ রানের।

     

বিজ্ঞাপন

Goto Top