• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

চরম বিপর্যয়, বলছেন বেদি

ভারতের হা্রে হতাশ এই কিংবদন্তি স্পিনার।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

মাত্র ৩৬ রানেই শেষ ভারত। বিরাট ব্রিগেডে এই হতশ্রী পারফরম্যান্সের কোনও ব্যাখ্যাই হয়তো খুঁজে পাচ্ছেন না প্রাক্তনরা। কেউ কেউ অবশ্য দলের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন, কেই আবার মুণ্ডপাত করেছেন কোহলি, পূজারা, রাহানে’দের। দেশের কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদি যেমন ভারতের এই বিভীষিকাময় ব্যাটিংকে ‍‘চরম বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন। প্রাক্তন এই স্পিনার বলেন, ‍‘এটা চরম বিপর্যয়। ৩৬-এ অলআউট! কোনও ব্যাখ্যা নেই। প্রতিটা ভালো বলেই একটা করে উইকেট গিয়েছে। মনে রাখবেন, ভারতীয়রা কিন্তু উইকেট ছুঁড়ে দিয়ে আসেনি। ব্যাটের কানায় লেগে বল পিছনে চলে গিয়েছে। ক্রিকেটে এটা হতেই পারে। তোমাকে এটা মেনে নিতে হবে।’
বিরাটদের পাশে দাঁড়িয়ে বেদি বলেন, ‍‘ভারতীয় দলের প্রতি আমার সহানুভূতি রইল। কিন্তু যোগ্য দল হিসাবেই জিতেছে অস্ট্রেলিয়া। ওরা ভারতীয় ব্যাটসম্যানদের চমকে দিয়েছে। দুর্দান্ত বল করেছে।’ তবে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি ক্ষোভ প্রকাশ করেছেন বেদি। তিনি বলেন, ‍‘ভারতের এই দুই ওপেনার (পৃথ্বী এবং মায়াঙ্ক) আমাকে একেবারেই মুগ্ধ করতে পারেনি। ভারত শুভমন গিল এবং লোকেশ রাহুলকে খেলাতে পারত। ওরা অনেক গোছানো। গিল তো অসাধারণ। দু’জনেরই সক্ষমতা রয়েছে। টেস্টে শক্ত ডিফেন্স খুব প্রয়োজন।’
ভারতের ৩৬ রানে গুটিয়ে যাওয়ায় অবশ্য শাপমুক্তি ঘটেছে বেদির। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ৪২ রানে অলআউট হয়েছিল ভারত। সেটাই ছিল এতদিন টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোর। সেই দলেরই একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বিষেণ সিং বেদি। এতদিন এই লজ্জার রেকর্ড নিয়ে মুখ ঢাকতে হত তাঁকে। এবার হয়তো কলার তোলা ভঙ্গিমায় ঘোরার সুযোগ পেলেন বেদি
নয়াদিল্লি। ১৯ ডিসেম্বর
মাত্র ৩৬ রানেই শেষ ভারত। বিরাট ব্রিগেডে এই হতশ্রী পারফরম্যান্সের কোনও ব্যাখ্যাই হয়তো খুঁজে পাচ্ছেন না প্রাক্তনরা। কেউ কেউ অবশ্য দলের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন, কেই আবার মুণ্ডপাত করেছেন কোহলি, পূজারা, রাহানে’দের। দেশের কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদি যেমন ভারতের এই বিভীষিকাময় ব্যাটিংকে ‍‘চরম বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন। প্রাক্তন এই স্পিনার বলেন, ‍‘এটা চরম বিপর্যয়। ৩৬-এ অলআউট! কোনও ব্যাখ্যা নেই। প্রতিটা ভালো বলেই একটা করে উইকেট গিয়েছে। মনে রাখবেন, ভারতীয়রা কিন্তু উইকেট ছুঁড়ে দিয়ে আসেনি। ব্যাটের কানায় লেগে বল পিছনে চলে গিয়েছে। ক্রিকেটে এটা হতেই পারে। তোমাকে এটা মেনে নিতে হবে।’
বিরাটদের পাশে দাঁড়িয়ে বেদি বলেন, ‍‘ভারতীয় দলের প্রতি আমার সহানুভূতি রইল। কিন্তু যোগ্য দল হিসাবেই জিতেছে অস্ট্রেলিয়া। ওরা ভারতীয় ব্যাটসম্যানদের চমকে দিয়েছে। দুর্দান্ত বল করেছে।’ তবে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি ক্ষোভ প্রকাশ করেছেন বেদি। তিনি বলেন, ‍‘ভারতের এই দুই ওপেনার (পৃথ্বী এবং মায়াঙ্ক) আমাকে একেবারেই মুগ্ধ করতে পারেনি। ভারত শুভমন গিল এবং লোকেশ রাহুলকে খেলাতে পারত। ওরা অনেক গোছানো। গিল তো অসাধারণ। দু’জনেরই সক্ষমতা রয়েছে। টেস্টে শক্ত ডিফেন্স খুব প্রয়োজন।’
ভারতের ৩৬ রানে গুটিয়ে যাওয়ায় অবশ্য শাপমুক্তি ঘটেছে বেদির। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ৪২ রানে অলআউট হয়েছিল ভারত। সেটাই ছিল এতদিন টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোর। সেই দলেরই একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বিষেণ সিং বেদি। এতদিন এই লজ্জার রেকর্ড নিয়ে মুখ ঢাকতে হত তাঁকে। এবার হয়তো কলার তোলা ভঙ্গিমায় ঘোরার সুযোগ পেলেন বেদি।

     

বিজ্ঞাপন

Goto Top