টানা আট দিন-রাতের টেস্টে জয়ী অস্ট্রেলিয়া
অলিভিয়া ডায়াস১। এই নিয়ে মোট আটটি দিন-রাতের টেস্ট খেলল অস্ট্রেলিয়া। সবকটিতেই জয়ের দেখা পেয়েছে ক্যাঙারু বাহিনী।
২। গোলাপি বলে ভারতের এটি দ্বিতীয় টেস্ট। প্রথমটি ঘরের মাঠে খেলে জিতেছিল বিরাট কোহলিরা।
৩। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৪২। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে অলআউট হয়ে গিয়েছিল সুনীল গাভাসকর-গুন্ডাপ্পা বিশ্বনাথ’রা। সেই রেকর্ড ভাঙল কোহলির ভারত। শনিবার অ্যাডিলেডে ৩৬ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া।
৪। টেস্ট ক্রিকেটে টস জেতার পর অধিনায়ক হিসাবে বিরাট কোহলি প্রথমবার হারের মুখ দেখলেন।
৫। ২০০৮ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে সব ধরনের ফরম্যাট মিলিয়ে চলতি বছর বিরাটের ব্যাট থেকে এল না কোনও শতরান।
৬। ইতিহাসে প্রথমবার টেস্টে ভারতের কোনও ক্রিকেটার দু’অঙ্কের রান করতে ব্যর্থ হলেন।
৭। ৬৫ বছর পর কোনও দল এত কম রানে অলআউট হল। এর আগে ১৯৫৫ সালে নিউজিল্যান্ড ২৬ রানে গুটিয়ে গিয়েছিল।