সামার অফ ফর্টি টু ছাপিয়ে গেল লজ্জা
সুমিত গঙ্গোপাধ্যায়অ্যাডিলেডে লজ্জার ৩৬ প্রথম বারের জন্য ভারতকে ৪০ রানের কমে ইনিংস শেষ করতে বাধ্য করল তাদের ৮৮ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে। ‘সামার অফ ফর্টি টু’-এর জায়গা নিলো ‘থার্টি সিক্স ডাউন আন্ডার’ । সবথেকে বড় কথা প্রথম ইনিংসে কোহলির রান আউটের পর থেকে ভারত ৯২ রান যোগ করে এই টেস্টে। হারায় ১৬ টি (কোহলি কে ধরে ১৭টি) উইকেট। এই ছন্নছাড়া দশার পোস্টমর্টেম করতে বিশেষজ্ঞরা ব্যস্ত থাকুন , আমরা দেখে নিই কিছু পরিসংখ্যান।
এই নিয়ে ভারত ২৫ বার ১০০ রানের কমে অল আউট হলো। যার মধ্যে দুইবার ৫০ এর কমে। ১৯৭৪ এ ৪২ আর এই ইনিংসে ৩৬। এর মধ্যে ৯ বার ইংল্যান্ডের বিপক্ষে , যার মধ্যে ৮ বারই বিলেতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নিয়ে চারবার, আগের তিন বারই প্রথম টুর অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পর প্রথম টুর ১৯৪৭/৪৮ এ। অর্থাাৎ গত ৭২ বছরে অস্ট্রেলিয়া ভারতকে ১০০ রানের কমে অল আউট করতে পারেনি, এমনকি স্টিভ ওয়া বা পন্টিং এর দলও নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত পাঁচ বার ১০০ তুলতে ব্যর্থ, দুইবার দেশে, তিনবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। নিউজিল্যান্ডের বিপক্ষেও ৫ বার ঘটেছে এই ঘটনা, তিন বার দেশে, দুইবার নিউজিল্যান্ডে। দক্ষিণ আফ্রিকা ভারত কে দুইবার ১০০ রানের কমে অল আউট করেছে, এক বার নিজেদের দেশে, একবার ভারতে। সব মিলিয়ে ৭ বার দেশের মাটিতে ও ১৮ বার বিদেশের মাটিতে ১০০ রানের কমে ধরাশায়ী হয় ভারত।
একুশ শতকে এই নিয়ে চতুর্থ বার ভারত ১০০ রানের কমে আউট হলো, বিশ শতকে ২১ বার এই ঘটনা ঘটে। ১৯৩০ এর দশকে একবার, ১৯৪০ এর দশকে তিনবার, ১৯৫০ এর দশকে তিনবার, ১৯৬০ এর দশকে চারবার, ১৯৭০ এর দশকে পাঁচ বার, ১৯৮০ এর দশকে দুইবার, ১৯৯০ এর দশকে তিন বার। একুশ শতকের প্রথম দশকে দুইবার, দ্বিতীয় দশকে একবার এবং তৃতীয় দশকের শুরুতেই একবার হয়ে গেল।
উল্লেখ করা যায় ১৯৪৭-১৯৫২ এই পাঁচ বছরের মধ্যে ভারত ৬ বার ১০০ রানের কমে আউট হয়। পরবর্তী প্রায় দশ বছরের মধ্যে একবারও এই ঘটনা ঘটেনি। ১৯৮০ থেকে ১৯৯৫ এর মধ্যে এই ঘটনা ঘটে মাত্র দুইবার। পরবর্তী ২৫ বছরে অবশ্য এই নিয়ে ৭ বার ঘটলো। ১৯৬০-৭৯ এই ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ বার এই ঘটনা ঘটে। ১৯৩২-১৯৫২ এই ঘটনা ৭ বার ঘটেছিল। আসুন পূর্ণ তালিকা দেখে নিই।
৩৬ বনাম অস্ট্রেলিয়া, ব্রিসবেন, ২০২০/২১।
৪২ বনাম ইংল্যান্ড, লর্ডস,১৯৭৪।
৫৮ বনাম অস্ট্রেলিয়া , গাব্বা, ব্রিসবেন, ১৯৪৭/৪৮।
৫৮ বনাম ইংল্যান্ড, ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার, ১৯৫২।
৬৬ বনাম দক্ষিণ আফ্রিকা , কিংসমিড, ডারবান, ১৯৯৬/৯৭।
৬৭ বনাম অস্ট্রেলিয়া , মেলবোর্ন, ১৯৪৭/৪৮।
৭৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ , ফিরোজ শাহ কোটলা, দিল্লী ১৯৮৭/৮৮।
৭৬ বনাম দক্ষিণ আফ্রিকা , মোতেরা, আহমেদাবাদ ২০০৭/০৮।
৮১ বনাম নিউজিল্যান্ড, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন, ১৯৭৫/৭৬।
৮১ বনাম ওয়েস্ট ইন্ডিজ , কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, ১৯৯৬/৯৭।
৮২ বনাম ইংল্যান্ড, ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার , ১৯৫২।
৮৩ বনাম ইংল্যান্ড, চিপক, মাদ্রাজ, ১৯৭৬/৭৭।
৮৩ বনাম নিউজিল্যান্ড, মোহালি, ১৯৯৯/০০।
৮৮ বনাম নিউজিল্যান্ড, ব্রেবোর্ন, বোম্বে, ১৯৬৪/৬৫।
৮৯ বনাম নিউজিল্যান্ড , লাল বাহাদুর স্টেডিয়াম, হায়দ্রাবাদ, ১৯৬৯/৭০।
৯০ বনাম ওয়েস্ট ইন্ডিজ , ইডেন, কলকাতা, ১৯৮৩/৮৪।
৯২ বনাম ইংল্যান্ড, এজবাস্টন , বার্মিংহ্যাম, ১৯৬৭।
৯৩ বনাম ইংল্যান্ড, লর্ডস, ১৯৩৬।
৯৪ বনাম ইংল্যান্ড, ওভাল, ২০১৪।
৯৬ বনাম ইংল্যান্ড, লর্ডস, ১৯৭৯।
৯৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ , সাবিনা পার্ক, ১৯৭৫/৭৬।
৯৮ বনাম অস্ট্রেলিয়া , গাব্বা, ব্রিসবেন , ১৯৪৭/৪৮।
৯৮ বনাম ইংল্যান্ড , ওভাল , কেনিংটন, ১৯৫২।
৯৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ , কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ১৯৬১/৬২।
৯৯ বনাম নিউজিল্যান্ড , হ্যামিল্টন , ২০০২/০৩।