• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ঋদ্ধির টেস্ট কেরিয়ার নিয়ে প্রশ্ন

৩৬ অল আউটের জেরে মেলবোর্ন টেস্টের দলে একগুচ্ছ পরিবর্তনের সম্ভাবনা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

অ্যাডিলেডেই কি জীবনের শেষ টেস্ট খেলে ফেললেন ঋদ্ধিমান সাহা? এমনই প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে ক্রিকেটের অন্দরমহলে। যার পিছনে রয়েছে অ্যাডিলেডে ৩৬ পেরোনো ঋদ্ধির পারফরম্যান্স। ব্যাট হাতে দু’ইনিংসেই ব্যর্থ। দ্বিতীয় ইনিংসে দল যখন চূড়ান্ত লজ্জার মুখে তখন কার্যত উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন বাংলার উইকেটরক্ষক। দ্বিতীয় ইনিংসে মহম্মদ আজহারউদ্দিনের ধাঁচে দুর্দান্ত রান আউট করেছিলেন ম্যাথু ওয়েডকে। কিন্তু সেটুকু বাদ দিলে উইকেটের পিছনেও প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি ঋদ্ধিকে। তার জেরেই জোরালো হয়েছে বক্সিং ডে টেস্টে ঋষভ পন্থকে খেলানোর দাবি। দলের অন্দরমহলের একাংশের ধারণা, অ্যাডিলেডেই খেলানো যেত পন্থকে। গোলাপি বলের প্রস্তুতি ম্যাচে যিনি চোখধাঁধানো শতরান করেছিলেন। বিশেষজ্ঞদের একাংশের মত, ওই পাল্টা আক্রমণের ছকই অজিদের রুখে দেওয়ার দাওয়াই হতে পারত। ৩৬ অল আউটের থেকে আর কি-ই বা খারাপ হত!

শুধু ঋদ্ধিই নন, প্রশ্নের মুখে দলের তরুণ তুর্কি পৃথ্বী শ’-এর টেস্ট কেরিয়ারও। দু’ইনিংসেই একইভাবে বোল্ড হয়েছেন দৃষ্টিকটূ টেকনিকের মাশুল দিয়ে। সুনীল গাভাসকর থেকে শেন ওয়ার্ন, অনেকেই প্রশ্ন তুলেছেন যে আদৌ টেস্ট খেলার মানসিকতা মুম্বইয়ের ব্যাটসম্যান অর্জন করতে পেরেছেন কি না। মেলবোর্নে তাঁর জায়গায় কে এল রাহুলকে ওপেনিং-এ দেখতে পাওয়ার সম্ভাবনা একরকম নিশ্চিত।

গোদের উপর বিষফোঁড়ার মতো রয়েছে বিরাট কোহলির অনুপস্থিতি। যা মিডল অর্ডারে বড়সড় ফাঁক তৈরি করেছে। রোহিত শর্মাও রয়েছেন কোয়্যারান্টাইনে। এমসিজি-তে তাঁকে পাচ্ছে না দল। এই পরিস্থিতিতে শুভমান গিলের টেস্ট অভিষেক হওয়া একরকম নিশ্চিত। তবে তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে দলের মধ্যে দ্বিমত রয়েছে। একদল চাইছেন, মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করুন শুভমানই। সেক্ষেত্রে অজিঙ্ক রাহানের সঙ্গে মিডল অর্ডারকে নির্ভরতা যোগাতে পারবেন রাহুল। আবার অন্য একাংশের মত, ওপেনিং-এর অভিজ্ঞতা থাকা রাহুলই ওপেন করুন মায়াঙ্কের সঙ্গে। দু’জনে আইপিএলে অনেকবার একসঙ্গে ওপেন করেছেন। ফলে তাঁদের মধ্যে যথেষ্টই বোঝাপড়া রয়েছে।

বাদ পড়ার সম্ভাবনা হনুমা বিহারীরও। দল চাইছে, তাঁর জায়গায় স্পিনিং অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাদেজাকে খেলাতে। সেক্ষেত্রে পাঁচ বোলার নিয়ে মেলবোর্নে নামতে পারবে ভারত। তবে টেস্টের আগে ফিটনেস পরীক্ষা হবে সৌরাষ্ট্রের অলরাউন্ডারের। তার ফলের উপরেই নির্ভর করছে চূড়ান্ত দলে জাদেজা থাকবেন কি না।

দলকে বাড়তি বিপদের মুখে ঠেলে দিয়েছে মহম্মদ শামির চোট। হাতের হাড় ভেঙে টেস্ট সিরিজের বাকি ম্যাচ থেকে যিনি ছিটকে গিয়েছেন। শামির বদলি হিসাবে বক্সিং ডে টেস্টে অভিষেক হওয়ার সম্ভাবনা নবদীপ সাইনি অথবা মহম্মদ সিরাজের। তবে পাল্লা সামান্য হলেও ভারি সাইনির দিকে। কারণ, চলতি বছরের গোড়ায় নিউজিল্যান্ড সফরে লোয়ার অর্ডারে কার্যকরী রান করেছিলেন তিনি।

সবমিলিয়ে, ৩৬ অল আউটের জেরে দলে একগুচ্ছ পরিবর্তন আনতে চলেছে টিম ইন্ডিয়া। পাল্টে যাওয়া দল দলের ভাগ্য উল্টে দিতে পারে কি না সেটাই এখন দেখার।

     

বিজ্ঞাপন

Goto Top