• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইসিসিতে প্রতিনিধিত্ব করবেন সৌরভ

বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ক্রিকেট বিশ্বের দরবারে ভারতের মুখ সেই সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় বোর্ডের ডিরেক্টর হিসাবে আইসিসিতে দেশের প্রতিনিধিত্ব করবেন মহারাজ। বিকল্প হিসাবে থাকবেন বিসিসিআই সচিব জয় শাহ। আইসিসি-র চিফ এগজিকিউটিভ কমিটিতে আগের মতোই বোর্ডের প্রতিনিধিত্ব করবেন অমিত-তনয়। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এই সভায়। যেমন, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু হিসেবে কলকাতা, মুম্বই, আহমেদাবাদ, ধর্মশালা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি এবং মোহালিকে আলোচনা সাপেক্ষে বেছে নিয়েছে বোর্ড।

     

বিজ্ঞাপন

Goto Top