শ্রদ্ধা জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক
ম্যাচের মধ্যেই প্রয়াত ডিন জোন্সকে শ্রদ্ধা জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া। তাঁর প্রিয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রাক্তন অজি ক্রিকেটার ও ধারাভাষ্যকার ডিন জোন্সকে স্মরণ করা হয়। শনিবার এই ভেন্যুতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বক্সিং ডে টেস্টের চা পানের বিরতির সময় বাইশগজে জোন্সের ব্যবহৃত ব্যাট এবং ব্যাগি গ্রিন টুপি স্টাম্পের ওপর রেখে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্যাঙারুদের প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার, ডিন জোন্সের স্ত্রী জেন, দুই মেয়ে অগাস্টা ও ফোয়েবে জোন্সের ব্যবহৃত ব্যাট, ব্যাগি গ্রিন টুপি এবং কোকাবুরা বল নিয়ে মাঠে প্রবেশ করেন এবং সেগুলি স্টাম্পের ওপর রাখেন। গত ২৪ সেপ্টেম্বর মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডিন জোন্স। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।