• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বুমরা-অশ্বিনের দাপটে বেকায়দায় অজিরা

অভিষেকেই লড়াকু মানসিকতা দেখাচ্ছেন শুভমান

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

প্রথম দিন আবারও নিজেদের করে নিল টিম ইন্ডিয়া। মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অ্যাডভান্টেজে ভারত। বক্সিং ডে টেস্টের শুরুটা দারুণ করলেন জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন’রা। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের দাপটে ১৯৫ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগরওয়ালের উইকেট খুইয়ে দিনের শেষে স্কোরবোর্ডে ৩৬ রান তুলেছে মেন ইন ব্লু।
অধিনায়কত্বের ব্যাটন হাতে গলিয়ে লেটার মার্কস পেলেন অজিঙ্কা রাহানে। ‍‘ক্যাপ্টেন হট’-এর অভাব বুঝতেই দিলেন না তিনি। ফিল্ড প্লেসিং থেকে শুরু করে বোলারদের ব্যবহার, সব কিছুতেই বুদ্ধিদীপ্ত মস্তিষ্কের ছাপ রেখে গেলেন রাহানে। আর বিরাট কোহলির জুতোয় পা গলানো ভারতের স্টপগ্যাপ অধিনায়ককে সাধ্যমতো সাহায্য করে গেলেন অশ্বিন, জাদেজা, গিল’রা। জাদেজা, গিল প্রথম একাদশে থাকায় দলের ফিল্ডিংয়েও আমূল পরিবর্তন দেখা গেল।
ভারতের হয়ে শনিবার একসঙ্গে দুই ক্রিকেটারের টেস্ট অভিষেক হল। ২১ বছর বয়সী ব্যাটসম্যান শুভমান গিল এবং ২৬ বছরের পেসার মহম্মদ সিরাজ। অভিষেক ম্যাচে ছাপ রাখতে সক্ষম হলেন দু’জনেই। দুরন্ত একটি ক্যাচ দিয়ে মার্নাস লাবুশানেকে প্যাভিলিয়নের পথা দেখানোর পাশাপাশি ব্যাট হাতেও লড়াই চালিয়ে যাচ্ছেন পাঞ্জাবের তরুণ ওপেনার গিল। স্টার্ক-কামিন্সদের যাবতীয় গোলাগুলি সাবলীল ভঙ্গিমায় সামাল দিয়ে দিনের শেষে ৩৮ বলে ২৮ রান করে অপরাজিত নাইট রাইডার্সের এই ওপেনার। অন্যদিকে বল হাতে অভিষেক টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করলেন সিরাজও। ১৫ ওভার হাত ঘুরিয়ে চারটি মেডেন সহ ৪০ রানের বিনিময়ে দুটি উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। ডানহাতি পেসারের প্রথম শিকার ফর্মে থাকা লাবুশানে। প্রথম ইনিংসে অজিদের হয়ে সর্বোচ্চ রান আসে তাঁর ব্যাট থেকেই। কিন্তু অর্ধশতরান পূরণ করার আগেই তাঁকে সাজঘরের পথ দেখান সিরাজ। ৪৮ রানে থমকে যেতে হয় লাবুশানেকে। এছাড়া ক্যামেরন গ্রিনকে আউট করেন সিরাজ।
দিনের শুরু থেকেই বুমরা-অশ্বিনের দাপটে বেশ নড়বড়ে দেখাচ্ছিল ক্যাঙারুদের। ম্যাচের পঞ্চম ওভারে জো বার্নসকে খালি হাতে প্যাভিলিয়নে ফেরান বুমরা। ৩০ রান করে অশ্বিনের শিকার হন অপর ওপেনার ম্যাথু ওয়েড। তিন নম্বরে নেমে লাবুশানে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করলেও, স্টিভ স্মিথ এদিন পুরোপুরি ব্যর্থ। অশ্বিনের ভেল্কিতে বোকা বনে প্রাক্তন অজি অধিনায়কও ফেরেন খালি হাতে। ৩৮ রানে ৩ উইকেট খুইয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। এরপর ট্রেভিস হেড এবং লাবুশানে টানতে থাকেন দলকে। স্কোরবোর্ডে ১২৪ ওঠার পর ভাঙে এই জুটি। হেড (৩৮) ফেরেন বুমরার বলে। তারপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অজিদের ইনিংস। ৭২.৩ ওভারে ১৯৫ রানে অলআউট হয়ে যায় তারা। টিম ইন্ডিয়ার হয়ে বুমরা চারটি, অশ্বিন তিনটি, সিরাজ দুটি এবং জাদেজা একটি উইকেট নেন।
দিনের শেষ লগ্নে ব্যাট করতে নেমে ১১ ওভার খেলে ভারত। প্রথম ওভারেই অবশ্য মায়াঙ্ককে (০) ফেরান মিচেল স্টার্ক। প্রথম টেস্টে পৃথ্বী এবং মায়াঙ্ক, ভারতের দুই ওপেনারই ব্যর্থ হয়েছিলেন। স্বাভাবিকভাবেই ওপেনিং জুটিতে পরিবর্তন আনার পক্ষে জোর সওয়াল করেন প্রাক্তনরা। কিন্তু শুধুমাত্র পৃথ্বীর উপরই কোপ পড়ে। আরও একবার সুযোগ পান মায়াঙ্ক। প্রথম ইনিংসে ব্যর্থতার পর তাই মায়াঙ্কের পরিবর্তে কেন লোকেশ রাহুলকে খেলানো হল না, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
দ্বিতীয় দিন ক্রিজে থাকা শুভমন গিল (২৮) এবং চেতেশ্বর পূজারার (৭) উপর অনেকটাই নির্ভর করবে ম্যাচের ভাগ্য। টিম ম্যানেজমেন্ট কিন্তু এই জুটির থেকে বড় ইনিংস আশা করছে। কোহলি না থাকায় বাড়তি দায়িত্ব নিতে হবে পূজারাকে। ফলে গিল-পূজারা জুটি দলকে কতটা এগিয়ে নিয়ে যান, সেটাই এখন দেখার।

     

বিজ্ঞাপন

Goto Top