দলকে ম্যাচে ফেরাল বোলারদের দুরন্ত পারফরম্যান্স
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কএভাবেও ফিরে আসা যায়! জনপ্রিয় বাংলা ব্যান্ডের গানই এখন ‘থিম সং’ মেলবোর্নের ভারতীয় শিবিরের অন্দরমহলে। আগের টেস্টেই অ্যাডিলেডে ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল দল। আর পরের টেস্টে সেই দলই তৃতীয় দিনের শেষে জয়ের গন্ধে মাতোয়ারা। নেপথ্যে সোমবার বোলারদের সম্মিলিত পারফরম্যান্স। যার জেরে ভারতের থেকে আপাতত মাত্র দু’রানে এগিয়ে অস্ট্রেলিয়া। হাতে চার উইকেট।
আগের দিনের পাঁচ উইকেটে ২৭৭ রান নিয়ে খেলা শুরু করেছিলেন অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজারা। কিন্তু দ্রুত রান তুলতে গিয়েই বিপদ ডেকে আনলেন ভারতীয় ব্যাটসম্যানরা। দুর্দান্ত শতরানের পরেও ১১২ রানে রান আউট হয়ে গেলেন রাহানে। জাদেজাও আগের দিনের ৪০ রানের সঙ্গে এদিন ১৭ রানের বেশি যোগ করতে পারেননি। নিচের সারির ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র রবিচন্দ্রন অশ্বিন (১৪) ছাড়া কেউ দু’অঙ্কে পৌঁছতে পারেননি। তার জেরেই ৩২৬ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। এদিন সকালে ৪৯ রাম যোগ করতেই বাকি পাঁচ উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে সফল ন্যাথান লিয়ঁ (৩/৭২), মিচেল স্টার্ক (৩/৭৮) এবং প্যাট কামিন্স (২/৮০)।
প্রথম ইনিংসে ১৩১ রানের লিড চাপে ফেলে দিয়েছিল অজিদের। সেই চাপকে কাজে লাগিয়েই ইনিংসের চতুর্থ ওভারে জো বার্নসকে (৪) ফিরিয়ে দিয়েছিলেন উমেশ যাদব। কিন্তু তারপরে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন বিদর্ভের পেসার। নিজের চতুর্থ ওভারে শেষ করতে পারেননি। অসমাপ্ত ওভার শেষ করেন মহম্মদ সিরাজ। বাকি দিনে জসপ্রীত বুমরার সঙ্গে সিরাজই কাঁধে কাঁধ মিলিয়ে সামলেছেন পেস বিভাগের দায়িত্ব। অশ্বিন এং জাদেজাও দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন এমসিজি-র বাড়তি বাউন্স। তার জেরেই ভালো শুরু করেও দলকে বেশিদূর টানতে পারেননি ম্যাথু ওয়েড (৪০), মার্নাস লাবুশেনরা (২৮)। কঠিন পরিস্থতিতিতে অজি শিবিরের সেরা বাজি ছিলেন স্টিভ স্মিথ। কিন্তু বুমরার বল গ্লান্স করতে গিয়ে লেগস্টাম্প খোয়ালেন তিনি (৮)। ট্রাভিস হেডও ১৭ রানের বেশি করতে পারেননি। অজি অধিনায়ক টিম পেইনের (১) আউট নিয়ে অবশ্য বিতর্ক উঠেছে। কারণ, হটস্পটে তাঁর ব্যাটে বল লাগার কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু স্নিকোমিটারের সাহায্য নিয়ে তাঁকে আউট ঘোষণা করা হয়। যে প্রসঙ্গে একদল প্রাক্তন বলছেন, প্রযুক্তির সাহায্য নেওয়া হলেও পেইনের আউট নিয়ে নিঃসন্দেহ হওয়া যাচ্ছে না।
৯৯ রানে ছ’উইকেট হারিয়ে একসময় ইনিংস হারের জুজু দেখছিল অস্ট্রেলিয়া। তবে শেষ ঘণ্টায় দলকে অনেকটাই সামলে দিয়েছেন ক্যামেরন গ্রিন (১৭ ব্যাটিং) এবং প্যাট কামিন্স (১৫ ব্যাটিং)। মঙ্গলবার তাঁদের দ্রুত ফেরাতে পারার উপরেই নির্ভর করছে ভারতের ভাগ্য।