• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ডিআরএস নিয়ে ক্ষুব্ধ মাস্টার ব্লাস্টার

আইসিসির হস্তক্ষেপ চাইছেন শচীন।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আইসিসির ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস নিয়ে আগেও বহুবার মুখ খুলেছেন শচীন তেন্ডুলকার ডিআরএস লাগু করার সময় থেকেই যে কয়েকজন ভারতীয় ক্রিকেটার এর বিপক্ষে সরব ছিলেন তাদের মধ্যে একজন হলেন লিটল মাস্টার তাদের মন্তব্য ছিল আইসিসি যখন নিজেই স্বীকার করে যে ডিআরএস পদ্ধতি একশো শতাংশ সঠিক নয় তখন কীভাবে তা একজন ব্যাটসম্যান এর ভাগ্য বিচারে ব্যবহার করা যেতে পারে বিশেষত ডিআরএসের আম্পায়ার্স কল বিষয়টি নিয়ে এর আগেও মুখ খুলেছেন বহু পুরনো ক্রিকেটার আর তাদের মধ্যেই একজন হলেন শচীন

সোমবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ভুল সিদ্ধান্তের শিকার হয় ভারতীয় দল। ডিআরএস গ্রহণ করার পর দেখা যায় আম্পায়ার্স কল হওয়ার কারণে আউট দেওয়া যাবেনা ব্যাটসম্যানকে। ঘটনাটি ছিল এইরকম, এদিন অস্ট্রেলিয়ান ওপেনার জো বার্নসের গোড়ালিতে সোজা গিয়ে আছড়ে পড়ে জাসপ্রিত বুমরাহের বল। স্বাভাবিকভাবেই এলবিডাব্লিউর আবেদন করেন বুমরাহ। আম্পায়ার নট আউট দিলে ডিআরএসের শরণাপন্ন হতে হয় ভারতকে। এরপরেও আরেকবার লাবুশানের পায়ে লাগে সিরাজের বল এক্ষেত্রে অন্তর নট আউট দেওয়ায় ডিআরএসের শরনাপন্ন হন রাহানে। কিন্তু দুই ক্ষেত্রেই বল হালকাভাবে ছুঁয়ে যাচ্ছিল উইকেটকে। যা ক্রিকেটীয় ভাষায় আম্পায়ার্স কল নামে পরিচিত। আর সেই কারণেই উইকেট ছুঁয়ে যাওয়া সত্ত্বেও নট আউটের ডিসিশন বজায় থাকে

এরপর এই বিষয়টি নিয়ে নিজের টুইটার হ্যান্ডেল মুখ খোলেন শচিন তিনি বলেন,‍‍‘অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হই খেলোয়াড়রা সিদ্ধান্তটি রিভিউ পড়ার আবেদন করে আইসিসির উচিত ডিয়ারের সিস্টেমটিকে আরো ভালো করে খতিয়ে দেখা বিশেষত আম্পায়ার্স কল

শচীনের এই বক্তব্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ে কোন সন্দেহ নেই।এখনো পুরনো ক্রিকেটার তথা ক্রীড়া বিশ্লেষকদের অনেকেই মনে করেন বল যদি উইকেটে লাগে সে ক্ষেত্রে আউট দেওয়া উচিত। কারণ বল হালকাভাবেই ছুঁয়ে যাক বা সোজাসুজি এসে উইকেটের ভিতরে আছে পড়ুক, বেল পড়ে যাওয়া মানেই ইনিংস শেষ হয়ে যায় ব্যাটসম্যানদের। সে ক্ষেত্রে আইসিসির বিষয়টিকে আরো গুরুত্ব দিয়ে দেখা উচিত

 

 

 

 

     

বিজ্ঞাপন

Goto Top