• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

জরিমানার কবলে অস্ট্রেলিয়া

মন্থর ওভার রেটের জন্য কাটা হল পয়েন্টও

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

২০২০-২১ বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে ভারতের কাছে ৮ উইকেটে হারল অস্ট্রেলিয়া। সেই দুঃখ ভোলার আগেই আরও একটি দুঃসংবাদ বয়ে এল অজি শিবিরে। স্লো ওভার রেটের জন্য জরিমানা এবং পয়েন্ট বিসর্জন দিতে হচ্ছে ক্যাঙারুদের। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৪০ শতাংশ কাটা যাচ্ছে অজিদের। সেই সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ পয়েন্টও খোয়াতে হচ্ছে তাদের।
আইসিসির নিয়ম অনুযায়ী, প্রত্যেক ওভারের বরাদ্দ সময়ের মধ্যে কোনও দল বল করতে ব্যর্থ হলে ম্যাচ ফি’র ২০ শতাংশ এবং দুই পয়েন্ট কাটা যায়। এবার সেই শাস্তি পেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। চলতি বছরের শুরুতে, একই অপরাধে প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারাতে হয়। ৪ পয়েন্ট বিসর্জন দিলেও ৩২২ রেটিং পয়েন্ট নিয়ে অবশ্য টেবিলের শীর্ষে থাকল অস্ট্রেলিয়া।

     

বিজ্ঞাপন

Goto Top