• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

মেলবোর্নে আট উইকেটে জয়, সিরিজে সমতা ফেরাল ভারত

অভিষেকেই পাঁচ উইকেট, নজর কাড়লেন সিরাজ

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

কামব্যাক ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট জিতে সিরিজের সমতা ফেরাল ভারত। গত ম্যাচে ৩৬ রানে অল আউট হওয়ার পর ভারতীয় ব্যাটিং লাইনআপ নিয়ে সমালোচনা শিখরে গিয়েছিল। সেই সমালোচনাকে দূরে সরিয়ে বক্সিং ডে টেস্ট দলে একাধিক পরিবর্তন আনে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে এই দলে বিরাটের অনুপস্থিতি ম্যাচের শুরুতে ভাবালেও পরে সেই স্থানে প্রলেপ দিয়ে দেন এই ম্যাচে অধিনায়কের দায়িত্বে থাকা অজিঙ্ক রাহানে। তাঁর বুদ্ধিমত্তার প্রভাবেই বক্সিং ডে টেস্টে দুর্দান্ত কামব্যাক করল টিম ইন্ডিয়া।

দ্বিতীয় টেস্টের শুরু থেকেই দাপটের সঙ্গে পারফর্ম করতে থাকেন ভারতীয় দলের ক্রিকেটাররা। এই ম্যাচে অভিষেকে শুভমান গিল এবং মহম্মদ সিরাজ দুর্দান্ত পারফর্ম করে নিজেদের নাম চিরস্মরণীয় করে রাখলেন। প্রথম ইনিংসেই জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন এবং সিরাজের দাপটে মাত্র ১৯৫ রানে অজিদের আটকে রাখতে সক্ষম হয়েছিল ভারত। বলা যায়, শুরু থেকেই দাপুটে বোলিং করেন ভারতীয় বোলাররা। যার জেরে শুরু থেকেই ছন্দে ছিল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত ইনিংস উপহার দেন শুভমান গিল, রাহানে এবং রবীন্দ্র জাদেজা। তার জেরেই ব্যাকফুটে চলে গিয়েছিল অজিরা। 

প্রথম ইনিংসে ভালো জায়গায় থাকায় বোঝা গিয়েছিল এই ম্যাচে ভারতের কামব্যাকের সম্ভাবনা প্রবল। কিন্তু সেইসঙ্গে ভাবাচ্ছিল গত ম্যাচের স্মৃতি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপটে উইকেট খোয়াতে থাকেন অজিরা। ভারতীয় বোলারদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয় অজি ক্রিকেটাররা। পরপর উইকেট পতনের ফলে একটা সময় মনে হয়েছিল  ইনিংসে ম্যাচ জিতবে ভারতীয় দল। কিন্তু সেটা হয়নি প্যাট কামিন্স এবং ক্যামেরন গ্রিনের সৌজন্যে। দুই ক্রিকেটার অপরাজিত থাকায় ভারতে ইনিংসে জয়ের আশা শেষ হয়ে যায়। তবে ভারতের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। 

চতুর্থ দিনের সকালে এই দুই ক্রিকেটারের দাপটে কিছুটা হলেও লড়াই করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। তবে মহম্মদ সিরাজের বলে ক্যামেরণ গ্রিন (১৪৬ বলে ৪৫ রান) ফিরে যেতে অজিদের লোয়ার অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সিরাজের বলে ন্যাথান লিয়ঁ (৩) এবং জাদেজার বলে জশ হ্যাজলউড (১০) ফিরে যেতে অজিদের ইনিংস শেষ হয়। ২০০ রানে অলআউট হয়ে যান টিম পেইনরা। ম্যাচ জিততে ভারতের লক্ষ্য ছিল মাত্র ৭০ রান। তিনটি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। দু'টি করে উইকেট নিয়েছেন বুমরা, অশ্বিন এবং জাদেজা। একটি উইকেট নিয়েছেন উমেশ যাদব। তবে হাঁটুতে চোট পাওয়ায় চার ওভারও বল করতে পারেননি তিনি।

অল্প রান তাড়া করতে গিয়ে ভারতের দু'উইকেটের পড়ে যায়। মাত্র পাঁচ রান করে মিচেল স্টার্কের বলে ফিরে যান মায়াঙ্ক আগরওয়াল এবং অপরদিকে তিনে ব্যাট করতে নামা চেতেশ্বর পুজারা মাত্র তিন রান করে প্যাট কামিন্সের বলে ফিরে যান। এই দুই ক্রিকেটার ফিরে গেলে ম্যাচের পুরো দায়িত্ব চলে যায় গিল এবং রাহানের উপর। এই দুই ক্রিকেটারের ব্যাটে ভর করে মাত্র ১৫.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ক্রিজে অপরাজিত থাকেন শুভমান গিল (৩৫ ) এবং রাহানে ( ২৭) । আট উইকেটে জিতে সিরিজ ১-১ করল ভারত। ম্যাচের সেরা হয়েছেন অধিনায়ক রাহানে।

     

বিজ্ঞাপন

Goto Top