সফরকারী বোলার হিসাবে অস্ট্রেলিয়ায় অভিষেকেই পাঁচ উইকেট
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কসুযোগের সদ্ব্যবহার। প্রথম টেস্টে চোট পেয়ে মহম্মদ শামি সিরিজ থেকে ছিটকে না গেলে অস্ট্রেলিয়ায় মহম্মদ সিরাজের টেস্ট অভিষেক এত সহজে আসত না। তাও আবার বক্সিং-ডে টেস্টে। পিতৃবিয়োগের খবর পেয়েও বাবার স্বপ্ন জিইয়ে রাখতে দলের সঙ্গে থেকে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। তাই পড়ে পাওয়া চোদ্দ আনার মত সুযোগটা যখন চলেই এল, সিরাজ চেষ্টা করলেন তাঁর সেরাটা দিয়ে। ফলও মিলল হাতেনাতে। ক্যাঙ্গারুর দেশে টেস্ট অভিষেকে এক বিরল নজির গড়ে লাসিথ মালিঙ্গার সঙ্গে একাসনে বসে পড়লেন হায়দরাবাদী পেসার।
গত ৫০ বছরে চতুর্থ অতিথি ফাস্ট বোলার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নিলেন সিরাজ। এর আগে গত পাঁচ দশকে মাত্র তিনজন বোলারের ঝুলিতে এই বিরল কৃতিত্ব রয়েছে। তালিকায় রয়েছেন লাসিথ মালিঙ্গা। যিনি ২০০৪ শেষবার অজিভূমে অতিথি ফাস্ট বোলার হিসাবে পাঁচ বা তাঁর বেশি উইকেট নিয়েছিলেন। উল্লেখ্য, বক্সিং-ডে টেস্টের প্রথম ইনিংসে ৪০ রানে ২ উইকেট সংগ্রহ করার পর দ্বিতীয় ইনিংসে ৩৭ রান খরচ করে তিনটি উইকেট তুলে নিলেন সিরাজ।
অর্থাৎ, দু’টি ইনিংস মিলিয়ে ৭৭ রানে ৫ উইকেট সংগ্রহ করে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেক স্মরণীয় করে রাখলেন বছর ছাব্বিশের তরুণ পেসার। চোট পেয়ে উমেশ যাদব বেরিয়ে গেলেও বুমরার সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় ইনিংসে অধিনায়ক রাহানেকে একজন পেসারের অভাব টের পেতে দিলেন না আইপিএলে আরসিবি’র হয়ে খেলা এই বোলার। তৃতীয় দিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেডকে সাজঘরে ফিরিয়েছিলেন সিরাজ। আর চতুর্থদিন প্রথম সেশনে অবশিষ্ট চার উইকেটের মধ্যে দু’টিই নিজের ঝুলিতে ভরলেন তিনি। মঙ্গলবার সকালে মেলবোর্নে সিরাজের শিকার ক্যামেরন গ্রিন এবং ন্যাথান লিয়ঁ। মাত্র তিন রানে অজি স্পিনারকে আউট করার সঙ্গে সঙ্গেই এদিন এলিট লিস্টে নাম লিখিয়ে ফেলেন সিরাজ।
এর আগে গত পঞ্চাশ বছরে অতিথি ফাস্ট বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় অভিষেকে পাঁচ উইকেট পেয়েছেন ইংল্যান্ডের ফিল ডেফ্রিটাস। ১৯৮৬-৮৭ মরশুমে অস্ট্রেলিয়ায় টেস্ট অভিষেকে ৯৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ১৯৯৮-৯৯ ইংল্যান্ডেরই অ্যালেক্স টুডর নিয়েছিলেন ১০৮ রানে পাঁচ উইকেট। এরপর ২০০৪ ডারউইন টেস্ট ছিল অস্ট্রেলিয়ার মাটিতে মালিঙ্গার টেস্ট অভিষেক। ওই টেস্টে দু’ইনিংস মিলিয়ে ৯২ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন সিংহলি পেসার। অর্থাৎ, ১৬ বছরেরও বেশি সময় বাদে কোনও অতিথি ফাস্ট বোলার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ উইকেট সংগ্রহ করলেন সিরাজ।